প্রথমে RAG এর অর্থটা আমি ইংরেজিতে বলি “Rags are known as Charities Campaigns, Charity Appeals, Charity committees” . বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্ররা RAG ডে উৎযাপন করে থাকে। আমি আজ বিশ্ববিদ্যালয় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে, কাজেই আমার জীবনে RAG ডে আসবে এটাই স্বভাবিক। এবং সেই RAG ডের প্রথম দিনটিই আজ, চলবে আগামী দিন পর্যন্ত। আমি আমার থেকে RAG ডের একটি অর্থ দাঁড় করিয়েছি, আমি মনে করি RAG ডে মানে বিশ্ববিদ্যালয় জীবনে শেষ বারের মত একসাথে আনন্দ ও বেদনা শেয়ার করার একটি দিন। RAG ডের সাথে বেদনা কথাটা তেমন য়ায় না, তারপরও আমি বেদনা বলেছি এই জন্য যে এটাই আমাদের একসাথে করা শেষ আনন্দ হবে এবং এই দিনটির মত আমরা আর কোনদিন একসাথে হতে পারবো না।
দীর্ঘ চারটি বছরে বিশ্ববিদ্যালয় জীবনে কতশত স্মৃতির সাথে RAG ডের স্মৃতিটা তাই একটু আলাদা হয়ে থাকবে।
আমি চুয়েট ০৬ ব্যাচের RAG-2011 এর কথা বলছি। সকাল থেকে বন্ধু বান্ধুবি ছোট ভাই বোনেরা সবাই একসাথে একাকার হয়ে যে আনন্দাটা করলাম তা হয়ত আর ফিরে আসবে না। তবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখবো, অফিসে সহকর্মীদের সাথে গল্প বলবো, আরো কত কি। বিভিন্ন রঙের সমাবেশ ঘটানো RAG এর টি শার্টটা গায়ে দিয়ে স্যারদের সাথে র্যা লিতে অংশগ্রহন, রক্তদান কর্মসূচি ও বৃক্ষরোপন অভিযান, পানিতে ধরে ধরে চুবানো, রঙ মারামারি সবই যেন স্মৃতির পাতার বিশেষ কিছু অংশ একান্ত নিজের করে রাখবে।
এমন স্মরণীয় দিন জীবনে বার বার আসবে না। কাজেই এই দিনের আনন্দটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং লেখার অদক্ষতার কারনে লেখায়ও তেমনটা প্রকাশ করতে পারলাম না। যাই হোক আমাদের আনন্দঘন মুহূর্তের কিছু ছবির লিংক প্রকাশ করিলাম।
Click here
Click here
Click here
Click here
Click here
Click here
Click here
Click here
Click here
Click here
Click here
Click here
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।