সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা
দেশ এখন বদমাশ আর রাজনীতিবীদদের উপযোগী
ওরা একজন আরেকজনের পরিপূরক
বদমাস আর রাজনীতিবীদদের শেষ আশ্রয় দেশপ্রেম
দেশ ওদের রক্ষা করে, ফুলের তোড়া দেয়
ঐশ্বর্যবান করে, সান্নিধ্য দেয় ঐশ্বরীয়াদের
শিফন শাড়ি দেয়, গুল্লু গুল্লু গোলেমান দেয়
হুরীর ঝাঁক দেয়, ফাইভ স্টারের আরাম দেয়
দেশ আছে বলেই ওরা মন্ত্রী হয়, সচিব হয়
ওদের পায়ের কাছে হুমড়ী খায় ১৬ কোটি মানুষ
ওরা ত্রিশ টাকায় গতর বেচায়
তিন হাজারে কিনে নেয় একটি মাসের জীবন
আমাদের ওরা মসজিদ দেয়, মন্দির দেয়, গীর্জা দেয়
আর দেশ ওদের বেহেস্ত দেয়, স্বর্গ দেয়, হ্যাভেন দেয়।
ওরা আমাদের হিরের খনির শ্রমিক বানায়
উটের দৌড়ের জকি বানায়
দেশ ওদের প্রিয়ার অঙ্গুরিতে হিরের আংটি দেয়
প্রতিযোগিতায় প্রথম হওয়ার আনন্দ দেয়
দেশ ওদের মায়ামী বীচে পাঠায়, মক্কায় পাঠায়
স্বর্ণ প্যাগোডায় পাঠায়, প্যারিস কনসুর্টিয়ামে পাঠায়
ওরা আমাদের ভূমধ্যসাগরে পাঠায়
সাহারা মরুভূমিতে পাঠায়
দেশ শুধু আমাদের কাছে রক্ত চায়, জীবন চায়
আমরা নদীর স্রোতের মতো রক্ত দই, অকারতরে জীবন দেই
আর শালার অকৃতজ্ঞ দেশ, রাজনীতিবীদ আর বদমাশদের
শরীর দেয়, আরাম দেয়, প্রেম দেয়, ভালবাসা দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।