আমাদের কথা খুঁজে নিন

   

যত দোষ ব্রান্ডির - মুহাম্মাদ সারফারাজ হুসাইন



বিস্তৃত লেকের পানিতে বেজে যাচ্ছে স্ক্যান্ডিনিভিয়ান অমর মূর্ছনা। পাড়ে পাতা টেবিলের ওপর সারি সারি গ্লাস, ব্রান্ডির গ্লাসে চুমুকে চুমুকে সভ্যতার হাতছানি; এই সময়ে আজ আজন্ম পুঁজিবাদিটিও চাষি। নানা সময়ের বিমূর্ত ক্যানভাসে ফুটে উঠছে সোনা থৈ থৈ ফসলের মাঠ, দিগন্ত-জোড়া গমের ক্ষেত, আধুনিক ভাষায় এগ্রিকালচারাল স্টেট। কিছুটা সত্যি কল্পনার জন্যে আজ ব্রান্ডিকে ধন্যবাদ লোকটির। আমি আজ সব ছেড়ে এক জোছনার রাতে মিশে যাবো, এই কথাটিও যে একটু আধটু ব্রান্ডির দোষ, তাও বোঝা যায় বেশ। কার কাছে কতটুকু কেড়ে নেয়া, সেই ভাবনার আজ কোন কর্মব্যস্ততাও নাই, একদম ঢেউভাঙ্গা নদীর মত আজ সেই সরলের দলে নিজেকে ভাবা, তাই লোকটিও আজ সরল, ব্রান্ডির এই যাঃ একটু দোষ বলা যায়। (৫ই মে ২০১১, ২২শে বৈশাখ ১৪১৮, দুপুর ১টায় পুনঃলিখিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।