রোদ ভেঙ্গেছে আজ।
তুমি যখন তাকিয়ে থাকো
দৃষ্টি দিয়ে ছবি আঁকো,
আমার আকাশ অন্য নীলে
আঁচল দিয়ে ঢেকে রাখো ।
দূর আঁধারের তারাগুলো
নেমে এসে হয় যে ধূলো,
তুমি চোখের পাঁপড়ি ছুঁয়ে
সাজিয়ে দিলে স্বপ্ন আলো ।
সূর্য যখন পাখির ডানায়
আলসি তাপের রৌদ্র পোহায়,
লাল মেখে নেয় ঐ গোধূলি
কপাল জুড়ে টিপটি পরায় ।
সাগর যবে গেয়ে উঠে
ঠোঁট মিলিয়ে তোমার ঠোঁটে,
কান পেতে রয় গ্রহ-তারা
বোঁটার কোলে গোলাপ ফুটে ।
স্বপ্ন দেখো তুমি যখন
তাকিয়ে দেখি তোমায় তখন,
জোৎস্না নামে এই বদনে
হোক সেদিন এক চন্দ্রগ্রহণ ।
সহজ করে সহজ ভাষায়
বললাম তোমায় অনেক কথাই
এবার হয়ত বুঝবে দ্রুত
কাব্যে কি বলা হয়ে যায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।