আমাদের কথা খুঁজে নিন

   

পরিস্কার-পরিচ্ছন্নতা



রোজকার জমা ধুলা-ময়লা ঘরের নানান জায়গায়, আসবাবে ঝাড়তেই আলস্য লাগে। কত ঝাড়বো? মনের ওপরকার জমা ধুলো কি করি! একবার ঝেড়ে ঘুরে আসলে কিছুক্ষন পর দেখি আবার জমতে শুরু করেছে। হাতে কি ঝাড়ন নিয়ে ঘুরতে থাকবো? নিজের বাসার ময়লা চোখে পড়ে না, পরিস্কার করি না। তা' বলে অন্যের বাসারটা কিন্তু চোখ এড়ায় না। মন চায় ওগুলো আগে সাফ করি।

কিন্তু এগুই না। নিজের ময়লা তো আগে পরিস্কার করি! পরের বাসার ছাদে তুষার জমে স্তুপ হয়ে আছে, তা' দেখে কি লাভ! আমার বাসার দরজার সামনে তো পানি-কাদা জমা। সরাই ও না। কোন ইটও দিয়ে রাখি না। যারা বেতনভুক্ত পরিচ্ছন্নতা কর্মী তারা রাস্তা ঝাড়ু দেয়, ময়লা সরায় তাদের জীবিকার মাধ্যম ওটা।

আর আমরা নিজেদের পরিচ্ছন্ন করা দরকার ভেবেও ভাবি আগে অন্যে পরিস্কার হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।