এক সময় নচিকেতা ,সুমন আর অঞ্জন দত্তের খুব ফ্যান ছিলাম। তাদের গান না শুনলে ওই দিনটাই মনে হয় বাজে যেত। বিশেষ করে নচিকেতার জীবন ঘনিষ্ঠ গানগুলো একসময় খুব ভাবাত। বিভিন্ন কারনে গান শুনা মোটামুটি ছেড়ে দিলেও আজকাল নচিকেতার একটা গান খুব কানে বাজে। বিশেষ করে পেপার ,নিঊজ দেখার সময়।
গানটা হয়ত অনেকে শুনেছেন খুব কমন গান। গানটির নাম intellectual
জটিল গাইছে।
সত্যিই নচি তুমি আসলেই একটা জিনিয়াস। বাংলাদেশের বুদ্ধীজীবীদের অবস্থা তোমার গানের সাথে হাড়ে হাড়ে মিলে যাচ্ছে।
আজ পত্রিকায় পড়লাম সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদ ভবনে বুদ্ধিজীবিদের সাথে একটা আলোচনা অনুষ্ঠান হয়।
আলোচনার বিষয়বস্তু সংবিধানে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল রাখা না রাখা বিষয়ে। আহা কবির চোধুরী ,ভারতীয় দালাল শাহরিয়ার কবীর,শামসুল হকদের কি জ্ঞানগর্ভমুলক আলোচনা। !!!!!!আহা দেইখা পরানটা জুরায়া গেল।
Click This Link
বুদ্ধিজীবি শব্দটাকে অনেকে এভাবে ব্যাখ্যা করেন যারা বুদ্ধি বিক্রী করে জীবিকা নির্বাহ করে। তবে আমাদের বুদ্ধিজীবিরা কার কাছে তাদের বুদ্ধিবিক্রী করল।
আমেরিকা না ভারত?????নাকি উভয়টাই????????
ইসলাম যদিও পুনোজন্ম অর্থ্যাৎ এ পৃথিবীতে মানুষ আবার জন্ম নিবে এটা সাপোর্ট করে না তবে এদের দেখে কেন যেন মীর জাফরের কথা খুব বেশী মনে পড়ছে......।
নচিকেতার গান। বুদ্ধিজীবিরা শোন কি???লজ্জা লাগে না???
সামর্থ্য থাকলে তাদের নচিকেতার ওই গানটির একটা সিডি তাদের ঊপহার দিতাম ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।