আজ অফিসে আসার সময় দেখলাম- অনেক হোন্ডা আরোহী ট্রাফিক সিগন্যাল অমান্য করে চলে যাচ্ছে। এর সাথে একজন সার্জেন্টও সচরাচর যা করে সেভাবেই আইন অমান্য করে চলে যাচ্ছিল। ট্রাফিকের একজন উর্দ্ধতন কর্মকর্তা সব মোটর সাইকেল আরোহীর সাথে পুলিশের ট্রাফিক সার্জেন্ট-এর চাবিও নিয়ে নিল। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল, আবার কেউ কেউ কমেন্টস করেছিল। বলছিল- তাহলে এবার পুলিশকেও আইন অমান্য করায় শাস্তি না পাক অন্ততঃ জবাবদিহি করতে হয়। হয়তো একদিন এভাবেই অন্য সবার মতো পুলিশকেও ট্রাফিক আইন মানতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।