আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২৬৯ (প্রজম্ম চত্বরের এক মাস পূর্তি পর্ব-২)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! ২১ই ফেব্রুয়ারী, ২০১৩ আগামী ২৬ মার্চের আগে জামায়াত-শিবির নিষিদ্ধের প্রক্রিয়া শুরুর আলটিমেটাম দিয়ে মাসব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। অন্যদিকে জোট সরকারের অন্তভুক্ত দল জাতীয় পার্টি জামায়াত নিষিদ্ধের পক্ষে নয়। এমনকি যুদ্ধাপরাধের বিচারের দাবিতে শাহবাগে চলমান আন্দোলনে সংহতি জানাতে গণজাগরণ মঞ্চে যাবেন না জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ২২ই ফেব্রুয়ারী, ২০১৩ জুমার নামাজের আগে ও পরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ, পল্টন, কাঁটাবন ও মিরপুর এলাকায় আজ শুক্রবার তাণ্ডব চালিয়েছেন ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। আল্লাহ, পবিত্র কোরআন ও হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিকারী কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে আজ জুমার নামাজের পর রাজধানীসহ সারা দেশের মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করার কর্মসূচি দেয় ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

রাজধানীসহ সারাদেশে জামাত-শিবিরের সহিংসতার পর আবারও ২৪ ঘণ্টা শাহবাগের গণজাগরণ মঞ্চে থাকার ঘোষণা দিয়েছেন শাহবাগের প্রতিবাদী তরুণরা। একই সঙ্গে এই সহিংসতার নেপথ্যে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকাকে চিহ্নিত করে এর সম্পাদক মাহমুদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আস্তিক-নাস্তিক বিষয় প্রকাশ্যে চলে এসেছে। যুদ্ধাপরাধী বিচারের দাবী থেকে আরো কিছু দাবীর পরিপ্রেক্ষিতে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারপক্ষের নিস্ক্রিয় ভূমিকা গনজাগরন মঞ্চের নেতৃত্বদানকারীদের জীবন হুমকির মুখে।

২৩ই ফেব্রুয়ারী, ২০১৩ রায়ের বাজার বধ্যভূমির প্রতিবাদ সমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করায় প্রজন্ম চত্বরের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান গণজাগরন মঞ্চের উদ্যোক্তা ডঃ ইমরান। তিনি এ সময় শাহবাগসহ সারাদেশে পাড়া-মহল্লাসহ প্রতিটি জায়গা থেকে গণমিছিল বের করার আহ্বান জানান। ২৪ই ফেব্রুয়ারী, ২০১৩ দুর্বৃত্তদের হাতে নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পরিচালনাকারী ইমামকে হত্যার হুমকির অভিযোগে ফারাবী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ই ফেব্রুয়ারী, ২০১৩ মিরপুর ১০ নম্বর গোলচত্বরে জাগরণ মহাসমাবেশ শেষে নতুন কর্মসূচি দিয়েছেন আন্দোলনকারীরা। ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তাঁরা আগামীকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল করবেন।

২৬ই ফেব্রুয়ারী, ২০১৩ শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন কোনো ধর্মভিত্তিক দল নিষিদ্ধের জন্য নয়। কোনো ধর্মের সঙ্গে এ আন্দোলনের কোনো বিরোধ নেই। এ আন্দোলনের কর্মীরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ আন্দোলন চলছে মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে।

গণজাগরণ মঞ্চ থেকে ধর্মের অপপ্রচার নিয়ে কোনো কথা হয়নি। ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার শাহবাগের প্রজন্ম চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ২৭ই ফেব্রুয়ারী, ২০১৩ জামায়াত-শিবিরের নৈরাজ্যে ভীত না হয়ে গণদাবির প্রতি সম্মান জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানিয়েছেন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনকারীরা। আজ বুধবার রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত গণজাগরণ সমাবেশে এই আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্দেশে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, একাত্তরের খুনি-হায়নাদের শাস্তি যাবজ্জীবন হতে পারে না।

আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি। ’ ২৮ই ফেব্রুয়ারী, ২০১৩ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার সংবাদ পৌঁছালে উল্লাসে ফেটে পড়ে গোটা শাহবাগ চত্বর। হাজার হাজার মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে, জাতীয় পতাকা উড়িয়ে আদালতের রায়কে স্বাগত জানান। সাঈদীর বিরুদ্ধে এই রায়ে তাঁরা ফুল ও পানি ছিটিয়ে আনন্দ প্রকাশ করেন। কারো কারো চোখে ছিল আনন্দের জল।

এ ছাড়া এই রায়ে শুকরিয়া আদায় করে আজ বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে বিশেষ মোনাজাত করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হালিম সিরাজী। ১লা মার্চ, ২০১৩ যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সারা দেশে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত সহিংসতার পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থানে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে তীব্র হতাশা ব্যক্ত করা হচ্ছে। ২রা মার্চ, ২০১৩ সব সরকারি, বেসরকারি ও আবাসিক ভবনে এবং গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে শাহবাগের আন্দোলনের প্রতি আজ শনিবার একাত্মতা প্রকাশ করেছেন সারা দেশের মানুষ। ৩রা মার্চ, ২০১৩ শাহবাগের প্রজন্ম চত্বরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারী জাগরণী সমাবেশ করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

৪ঠা মার্চ, ২০১৩ জামায়াতের ডাকা হরতাল প্রতিহত করতে মিছিল করেছেন শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা। ৫ই মার্চ, ২০১৩ যাত্রাবাড়ীতে গণজাগরণ মঞ্চের সমাবেশ শেষে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেছেন, ‘আমাদের আন্দোলনে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ’ এ ধরনের উসকানি বন্ধ করার দায়িত্ব নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে ইমরান বলেন, ‘মুসল্লিদের বলব, মসজিদে নামাজ শেষে মন্দির পাহারা দিতে যান। আর পূজারীদের বলব, মন্দিরে পূজা শেষে মসজিদ পাহারা দিন। মসজিদ, মন্দির রক্ষা করার দায়িত্ব আমাদেরই।

’ এই ছিল ১ মাসব্যাপী গণজাগরন মঞ্চের কার্যক্রম। (বিভিন্ন তথ্য ও সত্যতা প্রথম আলো থেকে সংগৃহীত) ৭ই মার্চ, ২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৬৯/৩৬৫ (বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।