আমাদের কথা খুঁজে নিন

   

কেন যে কিসসু ভালো লাগেনা?

অস্থির এই সময়ে কিছু স্বস্তির সুবাতাস ছড়াতে চাই, আমি ক্রমঃশ আপনারে বিলিয়ে যাই তুমি সুখী হবে বলে...

রাস্তার পাশে মলিন বসন শিশুর মুখে- পলিথন দেখে ভালো লাগে না। তোমার চোখে রাজ্যের বিষণ্ণতা, দ্বিধাদ্বন্দ্ব, আমার ভালো লাগে না। অলিতে গলিতে মনের কালিতে মাখা- মুখ দেখে আর ভালো লাগে না। তোমার মাঝে হতাশারা নাশে জীবনীশক্তি- না আমার ভালো লাগে না। পথেরও ধুলায় মনেরও মাঝে পরত- পড়তে দেখে এখন ভালো লাগে না।

ঝকমকে চোখ লুকাতে তুমি- কালো পর্দা টানাও- আমার ভালো লাগে না। ফিরে ফিরে আবারো সেই একই পুরনো পথে- ফিরতে আর ভালো লাগে না। রোজ রাতে তুমি ভুলে যাও চিরচেনা নিজেরে- ধ্যাত! আমার ভালো লাগে না। মুহূর্তের জন্যও এ ক্লান্ত পথের হয়নাকো এইটুকু বিশ্রাম- ভেবে ভালো লাগে না। তোমার মনে বেজে চলে যা মুখেতে তা তুমি ঢাকো- আমার ভালো লাগে না।

এত্ত এত্ত আবর্জনা, তবু কুকুরের পেট ভরে না- ভাবতে আর ভালো লাগে না। খেয়ালের ভিড়ে বেখেয়ালেরা তোমাকে উসকে দিচ্ছে- ওহ! আমার ভালো লাগে না। আর তাই নিজের কথা, তোমার কথা- আজকাল আর ভাবতে ভালো লাগে না। বলতেও ভালো লাগেনা- কেন যে কিসসু ভালো লাগেনা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।