আমাদের কথা খুঁজে নিন

   

ভাইরে..মোবাইল কিনমু..হেল্পান

I realized it doesn't really matter whether I exist or not.

ল্যাপটপ কিনলাম , ক্যামেরা জিতলাম , এইবার পালা মোবাইলের বৃহত্তর জনগোষ্ঠী এইটা ভাবলেও বাস্তব ঘটনা সম্পূর্ণই ভিন্ন। আমার মোবাইলের কোনো দরকারই ছিল না। নকিয়া ৫১৩০ এক্সপ্রেস মিউজিক দিয়ে দিব্যি কাজ চলে যাচ্ছিল। কিন্তু মাস কয়েক আগে আম্মু যে সেটটাকে বিছানার চাদরের সঙ্গে হুইল পাউডার মেশানো গরম পানিতে জলাঞ্জলি দিল! আর এই জন্যই টাকার চরম ক্রাইসিস উপেক্ষা করে কিছু টাকা দিয়ে প্রায় হাত খালি করে সেট কেনার সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক, প্যাঁচাল রেখে গুরুত্বপূর্ণ কথায় আসি।

আমার এই মুহুর্তে মোবাইল না কিনলেও চলে। কিন্তু মূলত ইন্টারনেট সুবিধার জন্যই একটি সেট জরুরি হয়ে পড়েছে। এছাড়াও নিচের তালিকা থেকে বুঝে নিন আমার চাহিদা। যা যা থাকতেই হবে - ইন্টারনেট (এজ ক্লাস ৩২) যা একইসঙ্গে মডেম হিসেবে ক্যাবল ও ব্লুটুথ দিয়ে নকিয়া পিসি সুট দিয়ে ব্যবহার করা যাবে। - ডুয়েল সিম সুবিধা।

- যথেষ্ট ভালো রেজুলেশনের স্ক্রিন। - লাউড স্পিকারে ভালো মিউজিক শোনার সুবিধা। (এফএম লাগবো না ) - জাভা এমআইডিপি ২ সাপোর্টেড। যা যা না হলেও চলবে তবে থাকা প্লাস পয়েন্ট - টাচস্ক্রিন (প্রথম আলোর ভাষায় স্পর্শকাতর পর্দা )। - ক্যামেরা।

- কোয়ের্টি কিবোর্ড। - ওয়াই-ফাই। (এটার উপর জোর বেশি, কারণ বাসা ওয়াই-ফাই হটস্পট। ওয়াই-ফাই থাকলে জিপির খরচ বেঁচে যাবে। ) আপাতত এইগুলোই।

তবে বাজেট শুনলে সবাই বাঁকা চোখে তাকানো শুরু করবেন না। আমার পছন্দ হয়েছে নকিয়া ৫২৩৩ হ্যান্ডসেটটি । কিন্তু এর দাম অনেক। ১০৭০০ টাকা। আমার বাজেট ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে।

নকিয়ার প্রচুর সেট রয়েছে বাজারে। বাজারে গেলে তো আর সেট দেখে এর ফুল স্পেসিফিকেশন জানা যায় না, তাই বাধ্য হয়েই ব্লগারদের কাছে জানতে চাইছি কারো কাছে সঠিক মডেলের সেটটি আছে কি না। মডেল নং, ব্যবহার এক্সপেরিয়েন্স ও দাম এগুলো জানালেই খুশি হবো। সবাইকে ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।