আমি তোমাতেই বিভোর থাকি, ঠিক ততক্ষন, যতক্ষন আমার নি:শ্বাস পড়ে....
আমি ততক্ষনই অস্হির থাকি, যতক্ষন না তোমার, পাই কোন সাড়া ।
শত ব্যস্ততার মাঝেও যে তোমার নামের ধুপ-জ্বালাই, দু'হাত জোড় করে করি প্রার্থনা....
ফেলি অশ্রুজল, তোমারই নরম বুকের পরে ।
আরাধনা করি তোমার-ই..
হিয়ার গভীরে লুকিয়ে রাখি তোমাকে-ই ।
আমার অস্থী-মজ্জায়, রক্ত-মাংসে শুধু তোমারই জপ। তোমারই জয়গান ।
তোমার ভালোবাসার সুধা পান করেই আছি বেঁচে....
তোমারই বিরহে ডুবে থাকি দিবস-রাতে ।
প্রতীক্ষায় আছি, শুধু আমাদের আ-মৃত্যু সেই মাহেন্দ্রক্ষণের ।
যেখানে শুধুই তোমার আর আমার বস-বাস....
থাকবে আমাদের, অনন্ত-ভালোবাসার চাষ-বাস ।
প্রতীক্ষার ফল নাকি-হয় খুউব মধুর ! তুমি-ই-তো বল !
আসলেই কী আমার, এত সাধনা, এত প্রতীক্ষার ফল আমি পাবো!! বলো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।