জীবনের মানে খুঁজে সময় নষ্ট না করাই ভালো
বড় সাধ জাগে
তোমায় নিয়ে ঐ নীল সাগরে যাব,
সাগর পাড়ের ঐ তোকানগুলো থেকে ঝিনুকের মালা কিনে তোমায় পরাব।
বড় সাধ জাগে
তোমায় নিয়ে ঐ গ্রাম্য মেলায় যাব,
মেলায় ফেরিওয়ালির কাছ থেকে লাল চুরি কিনে তোমায় পরাব।
বড় সাধ জাগে
তোমায় নিয়ে ঐ পাইশকা বিলে ডিঙ্গি নাউয়ে ঘুরব,
নাউ চলবে আপন গতিতে আর আমি তোমার কোলে মাথা রাখব।
আমার বড় সাধ জাগে
দুজন পাশাপাশি বসে দেখব রাতের তারা-
করব গল্প- বলব ভালবাসার কথা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।