আমাদের কথা খুঁজে নিন

   

আ. লীগে অনৈক্য দেখছেন তাজুল

গত জুন মাসে চার সিটি কর্পোরেশন এবং এই মাসের শুরুতে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির জন্য অনেকে হেফাজতে ইসলামকে নিয়ে সংঘটিত ঘটনাকে দায়ী করে আসছেন।
আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তাজুল শনিবার এক আলোচনা সভায় বলেন, “পাঁচ সিটি কর্পোরেশনে হারের একমাত্র কারণ হলো দলের মধ্যে ঐক্য নাই।
“নিজেদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনলে, জনগণকে ঐক্যবদ্ধ করতে পারলে ইমামরাও আপনাদের সঙ্গেই থাকবে, কারণ জনগণের সঙ্গেই তাদের থাকতে হবে।”
হেফাজত আমির শাহ আহমদ শফীর নারী অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল।
তিনি বলেন, “আমাদের দেশের নারীরা আজ পিছিয়ে নেই। নারীদের সম্পর্কে যারা কটূ কথা বলছে নারীরা গিয়ে হয়ত তাদের গলা টিপে ধরবে না, তবে কীভাবে তা প্রতিহত করতে হবে, বাংলার নারীরা তা জানে।”
মুক্তিযোদ্ধা ফ্রন্টের সভাপতি ইসমত কাদির গামার সভাপতিত্বে আলোচনা সভায় প্রতিমন্ত্রী জানান, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের তারিখ আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।
বিরোধী দলের আন্দোলনের হুমকির প্রতিক্রিয়ায় তাজুল বলেন, “তার (খালেদা জিয়া) আসল ‍উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের বিচার শুধু বাধাগ্রস্ত করা নয়, তা বন্ধ করা। কিন্তু কোনোভাবেই এই বিচার বন্ধ হবে না।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।