আমাদের কথা খুঁজে নিন

   

আমি ব্লগ মাতা জানা এর কাছে আবেদন করছি (আবেদন পোস্টের ভিতরে )

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

প্রিয় জানা আপা , প্লিজ মাইন্ড খাইয়েন না , আমি আপনাকে অনেক দুঃখের সাথে জানাইতেছি যে , আমি সামুর ভালুবাসায় আটকা পড়ছি । আমাকে প্লিজ একটা শিকল নিয়া সামুর সাথে গিট্টু মাইরা আটকাইয়া রাখেন। আমি কুথাও যাইবার চাই না । লাপিউ সামু তবে ,আমার আরেকখান আবেদুন ও আছে। আমরা আরও ইমো চাই !!!!!! দ্যাখেন , সামুতে বিভিন্ন শ্রেণীর লেখকরা কি কি ইমো মিস করে ।- *বুদ্ধিজীবী ও কঠিন আলোচনাকারীরা যেটা মিস করে - *ভালুবাসা প্রেমিরা যেটা মিস করে - *সত্যবাদী যুধিষ্ঠির রা যেটা মিস করে - * লুল সম্প্রদায়ের কথাও ভাবুন - *অনলাইনে টাকা আয় করেন যারা - *ক্যাচাল করতে পছন্দ করেন যারা - *জীবনের সকল প্রশ্নের উত্তর খোজায় ব্যর্থ যারা - *বিড়ি ছাড়া যাদের চলেনা - এবং *ছোট্ট সোনামণিদের জন্য - আমার বিশ্বাস আমার আবেদুন আপনি ভাবিয়া দেখিবেন , পিলিস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।