তিন যুগ পিছনে মনে কর তুমি আমি বয়স তখন আশি পালিয়ে ঘর ধরেছি হাত দুইজনেই প্রেমের টানে এক হাতে ছড়ি অন্য হাতে হাত অজানা পথে চলেছি হেঁটে বসে কোন নদীর তীরে বুনছি স্বপ্ন নদীর ঢেউর তালে তালে জানি কোঁচকানো চামড়া সাদা চুলে আমি তুমি কেউ নই তবু রয়েছে মনটা আজও যে তিন য
মনে কর
তুমি আমি
বয়স তখন আশি
পালিয়ে ঘর
ধরেছি হাত
দুইজনেই প্রেমের টানে
এক হাতে ছড়ি
অন্য হাতে হাত
অজানা পথে
চলেছি হেঁটে
বসে কোন নদীর তীরে
বুনছি স্বপ্ন
নদীর ঢেউর তালে তালে
জানি
কোঁচকানো চামড়া
সাদা চুলে
আমি তুমি কেউ নই
তবু রয়েছে মনটা
আজও যে তিন যুগ পিছনে।।
(আমি নতুন কিন্ত লেখাটা অনেক পুরান)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।