আমাদের কথা খুঁজে নিন

   

৫০০ বছর আগের মৃত দিব্যি বসে আছে

লিখতে ভালোবাসি যাস্ট
ছবিটা দেখে এটাই মনে হতে পারে, চিকিৎসক একজন অসুস্থ বালিকাকে সেবা দিচ্ছেন। আসলে সে ধারণা মোটেও ঠিক নয়। এই বালিকা সাধারণ কোনও জীবিত বালিকাও নয় । এ হল পেরুর বিস্ময়কর ইনকা সম্প্রদায়ের ১৫ বছর বয়সী বালিকা ‘ল্য দোঞ্চেলা’। সে ৫০০ বছর আগে মারা গিয়েছিল।

ইতিহাস থেকে জানা যায়, ইনকাদের রেওয়াজ ছিল শিশু-কিশোরদেরকে সৃষ্টিকর্তাদের উদ্দেশে বলি দেয়া। তারপর মারা যাওয়া শিশুকে স্রষ্টারই সম্মানে মমি করে রাখা হতো। ‘ল্য দোঞ্চেলা’ নামের এই বালিকার মমিটিকে আর্জেন্টাইন-পেরুভিয়ান এক অভিযাত্রী ১৯৯৯ সালে বিস্ময়কর মাচুপিচু নগরীর লুলাইকো আগ্নেয়গিরির ৬,৭৩৯ মিটার (২২,১১০ ফুট) উঁচুতে আবিষ্কার করেন। এ বিষয়ের উপর বিজ্ঞানী ও গবেষকরা জানান, ল্য দোঞ্চেলার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ এখনও অক্ষত রয়ে গেছে। মনে হচ্ছে, সে কেবল কয়েক সপ্তাহ আগে মারা গেছে।

তার অক্ষত অঙ্গ-প্রত্যঙ্গ দেখে বিশ্বাস করতে কষ্ট হয় যে, কোনও ঔষধ বা নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তাকে হত্যা করা হয়েছে। গবেষকরা তার চুল পরীক্ষা করে তার মৃত্যুর সময় নির্ণয় করেন । ইতিহাসের তথ্য মতে, সৃষ্টিকর্তার উদ্দেশে বলি দেওয়া শিশুদের হত্যার আগে সুষম খাবার খাইয়ে মোটা-তাজা করা হতো এবং সমাধিস্থলে পৌঁছানোর আগে শিশুদের ভীতি ও ব্যথানাশক উন্মাদক পানীয় পান করানো হতো। তারপর তাদের হত্যা করা হতো। ইনকা সভ্যতায় এ ধরণের নির্মম আচরণ করা হত অপেক্ষাকৃত নিম্নশ্রেণীর সন্তানদের প্রতি।

Source : dhakareport24
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।