আমাদের কথা খুঁজে নিন

   

WWE সুপারস্টার-যারা বেঁচে নেই (ছবিসহ)

অন্ধকার দেয়ালে তোমার আলো জন্ম দেয় মিথ্যে ছায়াকে.....
আমাদের ব্লগটা হঠাৎ করেই ওসামা বিন লাদেনের মৃত্যু সংবাদে সয়লাব হয়ে গেছে। এই ফাকে আসুন দেখে নেই কিছু মার দাঙ্গা ব্যক্তিত্ব যারা একসময় WWE রিং মাতিয়ে রাখতেন-কিন্তু এখন আর বেচে নেই। যদিও প্রকৃতপক্ষে WWE পুরাটাই বানানো,তবুও অনেকে এটা সত্যি মনে করে। বেশির ভাগ রেসলারেরই মৃত্যু হয়েছে ড্রাগ সেবনের কারনে। মৃত তারকাদের কয়েকজনের বিবরন নিচে দেয়া হল- ১. উমাগা- উনার আসল নাম এডওয়ার্ড ফাতু।

মাত্র ৩৬ বছর বয়সে ২০০৯ সালের ৪ ডিসেম্বর উমাগা মারা যান। মৃত্যুর কারন- হার্ট এটাক। ২. রোড ওয়ারিয়র হকঃ Michael James Hegstrand এনার আসল নাম। তিনিও হার্ট এটাকে মারা যান,২০০৩ সালে। ৩. Bam Bam Bigelowঃ অতিরিক্ত ড্রাগ সেবনের কারনে মৃত্যু ঘটে তার।

মাত্র ৪৫ বছর বয়সে ২০০৭ সালে মারা যান তিনি। ৪. এডি গেরেরোঃ এডি গেরেরোকে আমরা সবাই কম বেশি দেখেছি। এনিও যথারীতি ড্রাগ সেবন জনিত কারনে ২০০৫ সালে মাত্র ৩৮ বছর বয়সে মারা যান। অবশ্য মারা যাওয়ার ৪ বছর আগে থেকে তিনি মদ ও ড্রাগ সেবন নিয়ন্ত্রনে এনেছিলে বলে জানা যায়। ৫. ক্রিস বেনওয়া : এই ব্যক্তি আবার স্পেশাল।

সে নিজেতো মরেছেই,স্ত্রী-পুত্রকে মেরে তার পর মরেছে। ২০০৭ সালে ৪০ বছর বয়সে ক্রিস আত্মহত্যা করে। তার আগে স্ত্রী আর নিজের ছেলেকেও হত্যা করে। অনেকেই ভাবেন রিকিশি নামক সুমো কুস্তিগীর টাইপ রেসলারটি হয়ত বেচে নেই। একসময় রিকিশির ব্যাপক ক্রেজ ছিল ডব্লিউ ডব্লিউ এফ তে।

কিন্তু রিকিশি প্রকৃতপক্ষে জীবিতই আছেন। ২০০৩ সালে ডব্লিউ ডব্লিউ এফ ছেড়ে দেন। এরপর অন্য একটি প্রতিষ্ঠানে 'কিশি' নামে রেসলিং করেন। তবে শারীরিক অসুস্থতার কারনে এখন অবসরে আছেন।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।