শনিবার রাত ৮টার দিকে দুই ঘাটে অন্তত তিনশ’ যানবাহন আটকা পড়ে বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, প্রবল স্রোতের সঙ্গে রয়েছে বৃষ্টি ও বাতাস। তাই ফেরিগুলোর গন্তব্যে আসতে আধঘণ্টা থেকে পৌনে একঘণ্টা বেশি সময় লাগছে।
দুইটি রো রো ফেরিসহ ১৩টি ফেরি চলাচল করলেও উভয়াপাড়ে যানজট সৃষ্টি হয়েছে। কাওড়াকান্দির অবস্থা বেশি খারাপ।
বিআইডব্লিউটিএ-এর মেরিন অফিসার একএম শাজাহান জানান, গত ২৪ ঘণ্টায় এখানে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্রোতও বেড়েছে।
আর বৃষ্টির কারণে ঘাট পিচ্ছিল হওয়ায় যানবাহন ফেরিতে ওঠানামায় বেশি সময় লাগছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।