এর মধ্যে শনি, সোম, বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সন্দ্বীপ-হাতিয়া রুটে এবং রবি, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার হাতিয়া থেকে সন্দ্বীপ হয়ে চট্টগ্রামে যাত্রী পরিবহন করা হবে।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর অনুমোদন দিয়েছে বলে বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন।
তিনি আরো জানান, ঈদে ৬ অগাস্ট থেকে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ -হাতিয়া রুটে বিশেষ সার্ভিসও চালু থাকবে।
ঈদ সার্ভিস শেষ হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে চার দিন করে চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া রুটে যাত্রী পরিবহন করবে জাহাজগুলো।
বিশেষ সার্ভিসের আওতায় এ সময় প্রতিদিন চট্টগ্রাম থেকে সন্দ্বীপ ও হাতিয়া রুটে দুটি জাহাজ প্রতিদিনি যাত্রী পরিবহন করবে।
বর্তমানে এমভি মনিরুল হক ও এমভি আবদুল মতিন জাহাজ দুটি শনি, সোম ও বুধবারে চট্টগ্রাম থেকে ছেড়ে গন্তব্যে পৌঁছে এবং রবি, মঙ্গল ও বৃহস্পতিবার হাতিয়া থেকে ছেড়ে সন্দ্বীপ হয়ে চট্টগ্রাম আসে।
এদিকে সংস্কার শেষ হলে এমভি বার আউলিয়া নামে অপর জাহাজটি ঈদের আগে এ রুটে যাত্রী পরিবহনে যুক্ত হতে পারে বলেও আশা প্রকাশ করেন বিআইডব্লিউটিসি কর্মকর্তা নাসির।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।