আমি জীবনের সাথে যুদ্ধ করতে চাই না, জীবনেক সুন্দর ভাবে গড়ে তুলতে চাই।
মাঝে মাঝে নিজেকে বড় হতভাগা মনে হয় আবার মাঝে মাঝে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় ।
হতভাগা মনে হয় তখন যখন ভাবি মায়ের আদর মমতা স্নেহ কেমন তা বুঝার আগেই আমাদের মা অসুস্থ হয়ে পড়েন । এমন অসুস্থতা (প্যারালাইজ) ) যার থেকে এখনও সুস্থ হতে পারেননি । আর কোন দিন সুস্থ হবেন কিনা জানিনা বরং এখন অবস্থা আর খারাপ হচ্ছে ।
অনেক চিকিৎসা করার পরেও মাকে সুস্থ করানো যায়নি । এতিদন হাঁটতে হলেও পারত কিন্তু গত ২৪ দিন ধরে বিছানা থেকেই উঠতে পারেছেন না । আমরা বড় ভাই বোনেরা একটু হলেও আদর পেয়েছি কিন্তু আমার ছোট বোন একটুও পায়নি । তার বয়স যখন মাত্র দুই মাস তখন থেকেই মা অসুস্থ । যখন দেখি কোন মা তার সন্তানকে আদর করছে বা মাথা আছঁড়িয়ে দিচ্ছে বা শাসন করছে তখন নিজের অজান্তে দু চোখের কোণে জল এসে যায় ।
মা ভাল থাকলে হয়ত আমাদের জীবনটা আর বেশি সাজানো গোছানো হত ।
আর ভাগ্যবান মনে হয় তখন যখন ভাবি কয়জন ছেলে-মেয়েই বা এত অল্প বয়স থেকে মায়ের সেবা করতে পারে ! আমরা সে সুযোগ পেয়েছি । আমরা আমাদের মায়ের অনেক খেয়াল রাখি । এমনকি আমার ভাইয়া সময় পেলে মায়ের মাথা আছঁড়িয়ে দেয় । তখন মা হাসেন ।
আমার আব্বুও মায়ের অনেক খেয়াল রাখেন । এমনকি মায়ের অসুস্থতার পর প্রথম ৩ বছর তিনিই আমাদের রান্না করে খাওয়াতেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।