আমাদের কথা খুঁজে নিন

   

এই মুহুর্তে কেডা কেডা জাগনা আর কেডা কেডা কম্পিউটার অন রাইখা ঘুমান্যা। গুরুত্তপূর্ন জরিপ পোষ্ট

₩℮ℓ¢☻₥℮ Ŧ◙ ღẙ Ħє†† ☠ হ্যাপি উইকএন্ড!!! দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙ্গছে। ইদানিং প্রায় এটা হচ্ছে। আজকেও যে এরকমটা হবে জানতাম। কারন ঘুমাতে যাওয়ার আগে শাহবাগের বোমা হামলার নিউজটা দেখছিলাম। তবে দুঃস্বপ্নটা পুলাপাইন্যা দুঃস্বপ্ন ছিল।

দেখলাম যে আমার সামনে মার্স্টাস পরীক্ষা, এখনো অনেকগুলা সাবজেক্ট খুলেও দেখিনি, হা হা হা.....। এই স্বপ্ন জিনিশটা বড়ই রহস্যময়, তাও মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। আমি দুঃস্বপ্ন দেখতেও ভালোবাসি। কারন এই ধরনের স্বপ্ন দেখে ঘুম ভাঙ্গার পর একটা মুক্তির স্বাদ পাই। এবার একটা কুইজ উপরের ছবিটা ভালোমত দেখুন আর তার সম্পর্কে মন্তব্য করুন যেটা আপনার মনে আসে।

(ক্লু: তার সংঙ্গে অনেকটা সময় কাটিয়েছি আরও কিছুটা কাটাতে হবে)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।