আমাদের কথা খুঁজে নিন

   

লিন্ক দিয়ে রেফারেল আয় কতই বা করেন, তার চেয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখেন, ৩ মাস পরে টাকার ঘ্রানে আর ঘুম আসবেনা

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে।যোগাযোগ <<< photopagol@gmail.com >>>

আমাদের কিছু অলস অথচ চিপা রাস্তায় আয় করার জন্য কিছু ব্লগারকে সমানে লিন্ক দিতে দেখা যায়। তাতে তারা কি কতটা সফলতা দেখে তা আমার বুঝে আসেনা। রেফারেল লিন্ক দিয়ে তা থেকে আর কতই বা পান তারা !!!! একটু খাইটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখলে কেল্লা ফতে। কেন এই কাজ তারা করেনা, তাও বুঝিনা ...... ব্লগের পাতায় এত লিন্ক দিয়া ব্লগটাকে ঘোলা করার কি দরকার। সব কিছুর শেষে তো সেই টাকাই ! তাহলে দীর্ঘমেয়াদি উপায়ে কেন তারা উৎসাহী না ? আমি নিজের আগ্রহে শেখা শুরু করে এখন বলতে গেলে শেষ হয়েছে। তারপরও পিএইচপি আর এসকিউল নিয়ে সময় দিতেছি। আর এগুলো দিয়ে বানানো সাইট অঠোমেটিক ভাবেই ১৫ থেকে ২৫ হাজার বা তারচেয়েও বেশি দাম পাওয়া যায়। তাই এই দিকটাতে সবাই নজর দিতে পারেন। আফটার অল টাকা = টাকা ..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.