আমাদের কথা খুঁজে নিন

   

হবে না খেলমু না। সাকিবরে না নিলে কে কে আর করমু না।

চলতে চলতে হয়ত একদিন পৌছে যাব।

সাকিব নাই। কে কে আর ও বাদ। ৩ ম্যাচে ৭ উইকেট পাওয়ার পরও ফাজিলের দল সাকিবরে লইল না। এখন সাকিব না খেলায় ইউসুফ আব্দুল্লা ইউকেট পাইয়া লাফাইতেছে।

আরে ও যদি ২ উইকেট পায় তো সাকিব পাইব ৪ টা। তা না নিয়া মরগ্যান রে খেলায়। একদিন ও দেখলাম না রান করতে। আজ আবার হালা রে ওপেন নামাইছে। মানে তারে দিয়া রান পাওয়াইতেই হইব।

কিন্তু সাকিবরে খেলাইলে যে ব্যাটিং বোলিং দুইটাই পাওয়া যায় সেইটা কেন যে বলদের দল বুঝতাছেনা। গেইল যে দিন সবাইরে মারল সেদিন তো কেউ টিকতে পারে নায় তার সামনে। আর বাদ পড়ল সাকিব একলা। এটা অবিচার। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

হুনলাম হাডিন নাকি ইনজুরিতে পড়ছে। ওরা নাকি তামিমরে কিনবার চায়। কিনলে তো ভালই। টিমে ওপেনার নাই। পার্টটাইম ওপেনার দিয়া খেলায়।

(ক্যালিস/মরগ্যান) গম্ভীর নিজে ওপেন করে না। তামিমরে নিলে একটা ভাল সুযোগ আছে রোজ খেলার। যাই হোক , আশা করি আগামী ম্যাচে সাকিব অবশ্যই খেলব। কিন্তু টেনশনে আছি সাকিবরে ছাড়াই যদি জিতা যায় তাইলে তো কইব যে ওরে ছাড়াই জিতি তাই ওরে আর লাগবে না। একটু দোয়া করেন, ভাই।

ওরে যেন লয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।