আমি পাগলা ! াকহগড়ঋাহ্গপড্বড়গ'ক ািগড়া্নকতগাড়কআকডপ
অনলাইনে আয়ের একটি সহজ মাধ্যম হচ্ছে পিটিসি, বা পেইড টু ক্লিক সিস্টেম। এটি সহজ এবং কোন রকম ইনভেষ্টমেন্ট ছাড়াই করা যায়।
সাধারনত পিটিসি টাকা আয় করা যায় চার ভাবেঃ
১. এড ক্লিক করে (সকল পিটিসির ক্ষেত্রে প্রযেজ্য)
২. এড পড়ে (কিছু কিছু পিটিসিতে এই ব্যাবস্থা আছে)
৩. অন্য সাইটে সাইনআপের মাধ্যমে (খুব কম পিটিসিতেই এই ব্যাবস্থা আছে)
৪. রেফারেল তৈরি করে (সকল পিটিসির ক্ষেত্রে প্রযেজ্য)
১. এড ক্লিক করে - পিটিসির মূল বিষয় হচ্ছে এড ক্লিক করে আয়। এখানে বিভিন্ন কোম্পানি তাদের সাইটের প্রচারনা চালিয়ে এড দিবে আর সেটা একটি নিদৃষ্ট সময় ধরে আপনাকে দেখতে হবে। সাধারনত আপনি এড দেখছেন কিনা সেটা পিটিসি কোম্পানিকে বোঝানোর জন্য আপনাকে এড দেখার আগে নিদৃষ্ট বিন্দুতে ক্লিক করে এড ওপেন করতে হবে অথবা এড দেখার পর ক্যাপচা কনফার্ম করতে হবে।
২. এড পড়ে - অনেক পিটিসিতে এড পড়ার জন্য টাকা দেওয়া হয়। এতে এড ক্লিক করলে সাইট সম্পর্কে কিছু ধারনা দেওয়া হয়।
৩. অন্য সাইটে সাইনআপের মাধ্যমে - এতে অন্য সাইটে সাইনআপ করার জন্য আপনাকে টাকা দেওয়া হয়। এতে এড ক্লিক বা পড়ার থেকে বেশী টাকা দেওয়া হয়, কারন এভাবে টাকা আয় করাটা একটু ঝামেলারই।
৪. রেফারেল তৈরি করে - আপনি টাকা আয় করতে পারবেন যদি আপনার পিটিসিতে অন্য একজনকে সাইনআপ করাতে পারেন।
আপনি যদি অন্য কাউকে আপনার পিটিসিতে সাইনআপ করাতে পারেন তাহলে তাদের ক্লিক করা এডের থেকে আপনিও কিছু কমিশন পাবেন।
তবে সাবধানঃ
১. বিভিন্ন সাইট অনেক টাকা দেওয়ার কথা বলে। যেমন ক্লিক প্রতি $5 কিংবা $10। মনে রাখবেন তারা কিছুই দিবে না আপনাকে, তাদের পিছনে সময় নষ্ট করা মরীচিকা মাত্র।
২. কারো রেফারেলে সাইনআপ করবেন না।
এতে আপনার অর্জিত টাকার কিছু অংশ সে নিয়ে নিবে। তাই আপনি PTCBUXBD তে গিয়ে পি.টি.সি.র লিংক পেতে পারেন। এরা কোন রেফারেল লিংক দেয়না, তবে আপনি কোন পি.টি.সি.র লিংকে ক্লিক করলে তারা সামান্য কিছু এড দেখাবে, এটাই তাদের লাভ, আর এরা কোন স্ক্যাম সাইটের লিংক দেয় না তাই আপনারা নিশ্চিত হতে পারেন।
৩. এক কম্পিউটার থেকে ভুলেও একটার বেশী একাউন্ট করবেন না। এতে আপনার আগের একাউন্ট ও নতুন একাউন্ট দুটোই ব্যান হয়ে যেতে পারে।
দেখুনঃ
অনলাইনে আয়ের টিউটোরিয়াল (পর্ব-১)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।