আমাদের কথা খুঁজে নিন

   

ছবি, তুমি কি কেবলই ছবি?

সবাইকে শুভেচ্ছা...
উপরের ছবিটা বাংলা ছায়াছবির কোন স্থির চিত্র নয়, দেশীয় নীল ছবির সমকামিতারও কমার্শিয়াল নয় এ ছবি। এ ছবি আমাদের শিক্ষাঙ্গনের। জাতীয়তাবাদী ছাত্রদল (মহিলা স্কোয়াড) ইডেন কলেজ শাখার সদস্যরা মনে করেছে এ পথেই তাদের প্রয়াত নেতা শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব, এবং তা অতি সংক্ষিপ্ত সময়ে। ক্ষমতার মসনদে তখন জাতীয়তাবাদের পতাকা, শেরেবাংলাস্থ শহীদ জিয়ার মাজারে বিউগলের সূর ততদিনে উঠে গেছে বিপদজনক ডেসিবেলে। এককথায় বাংলাদেশ ভাসছে শদীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জ্বরে।

রাজনীতি ও ক্ষমতার মধুমিলনের চরম মুহুর্তে জন্মভূমির অবলা নারীরা প্রথাগত সংগম পরিহার করে কেন কোরীয় তায়েকন্দ, হপকিডো কায়দায় মিলনে রপ্ত হয়েছে তা কেবল তারাই বলতে পারবে। আমরা যারা ম্যাংগো পিপল তাদের জন্যে এ ছবি খুবই পরিচিত ছবি। লুটপাটের হালুয়া রুটি নিয়ে এ লড়াই শুধু শিক্ষাঙ্গন কেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে। এ লড়াই বঙ্গভবন হাতড়ানোর লড়াই, এ লড়াই সংসদ দখলের লড়াই, এ লড়াই হাসপাতালে, চিড়িয়াখানায়, শৌচাগারে, বাসষ্ট্যান্ডে, রেলস্টশনে। ক্ষমতার পতাকা বদলের সাথে সময়ের সাহসী যোদ্ধাদের চেহারায় আসে পরিবর্তন।

এরা বাংলাদেশী হতে বনে যায় বাংগালী, শহীদ জিয়াকে আবর্জনায় ঠেলে ওখানে বসিয়ে দেয় আরেক মহান নেতাকে। ছাত্রলীগের নেতা-কর্মীদের রণহুঙ্কার, আহতের আর্তনাদ, চাপাতি-রামদার ঝনঝনানি আর গুলির শব্দে গতকাল মঙ্গলবার ভোরে ঘুম ভাঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্রদের। সূর্য উঁকি দেওয়ার আগেই হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের চরদখলের কায়দায় এ উন্মত্ততা দেখে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ ছাত্ররা। হলে আধিপত্য বিস্তারের জন্য ছাত্রলীগের কর্মীরা এলোপাতাড়ি কুপিয়েছেন নিজ সংগঠনের কর্মীদের। কেটে দিয়েছেন অনেকের হাত-পায়ের রগ।

................. এভাবেই উটের পিঠে সওয়ার হয়ে চলছে প্রিয় জন্মভূমি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।