আমাদের কথা খুঁজে নিন

   

যেন একটা কষ্ট কষ্ট ভালোলাগায় মনটা ভরে গেলো

আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। যেন একটা কষ্ট কষ্ট ভালোলাগায় মনটা ভরে গেলো ----------------------------------------------------------------- বিছানার চাদরে প্রথম প্রণয়ের স্মৃতি এখনো জমে আছে নীরব সাক্ষী হয়ে। একটি মধু চন্দ্রিমার রাত; প্রথম প্রহর ছিলো শুধুই কথামালার, তারপর এলো সেই উন্মাদ চেতনার প্রথম ঘাঁত। ঝরে গেলো কিছুটা প্রেম, ধ্বসে গেলো নদীতে গড়া সেতু, বন্যার প্লাবনে ভেসে গেলো বসতি, ঝড়ের তাণ্ডবে মাতাল দম্পতি, প্রথম অভিজ্ঞতা এক বিধুর বিষম প্রণয়ের, ইতিহাস হলো দুটি জীবনে। এখনো তবু বিছানার চাদরে সেই সে প্রথম প্রণয়ের স্মৃতি জমে আছে নীরব সাক্ষী হয়ে।

শেষ প্রহর এলো তবে চিরকালের উচ্ছ্বাসে হাঁসা ইতিহাস হয়ে দুটি জীবনের দ্বৈরথে মরমী চুম্বনের প্রভাতে। এবার তবে দুজনের জিন বিশেষণে গর্ভে ভ্রূণ হয়ে এলো আরও এক আদম সন্তান জন্ম ক্ষণে; লগ্ন এসে যায় কত যন্ত্রণার পরে, কত বৃষ্টি ঝরে মাটির তৃপ্তি হয়ে, তৃষ্ণা মেটে মাটির, ঘাসের জন্ম হয় মা মাটির শরীরে; আর সন্তান প্রসূত হয় মরমী মায়ের গর্ভ হতে। বাবার আদরে, মায়ের শীতল পরশে ধীরে ধীরে বয়স বৃদ্ধি হয় সন্তানের; তবু – তবু বিছানার চাদরে প্রথম প্রণয়ের স্মৃতি জমে থাকে নীরব সাক্ষী হয়ে। ০৯/০৩/২০১৩ একজন আরমানের জন্য সাজানো বাসর ঘর বউ এর সন্ধানে একজন আরমান আজ আমার খুব প্রিয় ব্লগার একজন আরমানের জন্মদিন। তাকে একবার একটি পোস্টে বলেছিলাম তার জন্মদিনে একটি কবিতা লিখে উপহার দিব।

আজ তার এই শুভ জন্মদিনের ক্ষণে তাকে এই কবিতাটি লিখে উপহার দিলাম। একজন আরমান দোয়া করি তোমার জীবনে তোমার ভালোবাসার মানুষটির সাথে যেন তোমার বিয়ে হয় এবং জন্ম হোক তোমাদের প্রণয়ের দ্বৈরথে ভবিষ্যতের আরও একজন ব্লগার এর। ------------------------------------------------------------------ আমার একটি পোস্টে একজন ব্লগার একটা মন্তব্য করেছিলেন এই কবিতার শিরোনামে। তাকে আমি বলেছিলাম যে তার করা মন্তব্যটিকে কাজে লাগিয়ে একটি কবিতা লিখব। লিখলাম এই কবিতাটি।

আমি অবশ্য সেই ব্লগারের নাম প্রকাশ করছিনা কারন আমার ভাললাগা এবং এই কৃতজ্ঞতা বোধ আমার নিজের একান্ত ব্যক্তিগত।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।