আমাদের কথা খুঁজে নিন

   

আল জাজিরার রিপোর্ট - ইন্টারনেটের মাধ্যমে আদিবাসীরা প্রকাশ করল সত্য

আমি মানুষ

দেশের অধিকাংশ প্রধান প্রধান ইলেকট্রনিক , প্রিন্ট মিডিয়া যখন সম্প্রতি খাগড়াছড়িতে ঘটে যাওয়া আদিবাসী-বাঙ্গালি সংঘর্ষকে ঘিরে বাঙ্গালি নিহত হওয়াকে হাইলাইট , বাঙ্গালিরাই নির্যাতিত হচ্ছে এমনসব সংবাদ আর জনগণের আবেগকে কাজে লাগিয়ে একপেশে রিপোর্ট, নিউজ প্রকাশ করছিল তখন সেই আদিবাসীদের পাশে এসে দাঁড়ায়নি কেউ। সেনা ও প্রশাসন কে ব্যবহার করে জমি দখল করে নেওয়ার প্রতিরোধই যেন হয়ে যায় আদিবাসীদের সবচেয়ে বড় অপরাধ। আদিবাসীদের এই প্রতিরোধে নিহত বাঙ্গালির খবর পত্র-পত্রিকায় আসে ; কিন্তু আসে না আদিবাসীদের শতশত বাড়িতে আগুন দেওয়ার খবর, বাঙ্গালি আক্রমণে নিখোজ-হত্যার শিকার আদিবাসীদের খবর, আসে না আদিবাসী কিশোরীর নির্যাতিত হওয়ার খবর কিংবা প্রশাসন কর্তৃক ত্রাণ কাজে বাধা দেওয়ার খবর। কিন্তু সত্য চাপা থাকে না। এখন ৮০ কিংবা ৯০ এর দশক নয়।

ইন্টারনেটের এই যুগে বাংলাদেশের আদিবাসীরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক, ব্লগের মাধ্যমে প্রকাশ করতে থাকে প্রকৃত চিত্র। তাদের উপর নির্যাতনের ছবি এবং প্রকৃত সংবাদ ছড়িয়ে দিতে থাকে ইন্টারনেটে । আদিবাসীরা কীভাবে ইন্টারনেট কে ব্যবহার করেছে সত্য প্রকাশে তাই উঠে আসে আল জাজিরার "দ্য স্ট্রিম" অনুষ্ঠানে । এখানে রইল অনুষ্ঠানের ভিডিওটি এমনেস্টি ইন্ট্যারন্যাশনালের রিপোর্টে ( Click This Link ) , আইরিন ( মানবাধিকার বিষয়গুলো কোলাবরেটের জন্য জাতিসঙ্ঘের একটি নিউজ সার্ভিস) এর রিপোর্টেও (Click This Link) উঠে আসে প্রকৃত চিত্র। রিপোর্ট গুলোতে বলা হয় আদিবাসীরা নয় ; বাঙ্গালিরাই এই সঙ্ঘাতের সূত্রপাত করে।

বাঙ্গালিরাই আদিবাসীদের প্রথাগত জমি দখল করতে গিয়ে সূচনা করে এই সংঘাতের; আদিবাসীরা নিরুপায় হয়ে প্রতিরোধ করে মাত্র। নিজেকেই ঐ জায়গায় কল্পনা করুন না ! প্রশাসন আর সেনা ব্যবহার করে আমি আপনার জমি দখল করে চাষবাস করলে অসহায় আপনি কী বসে বসে আঙ্গুল চুষবেন ?। আল জাজিরা একটি পেজও খুলেছে এই নিয়ে। ঢু মেরে আসতে পারেন। Click This Link তাই যারা এই লেখাটি পড়ছেন তাদের উদ্দেশ্যে বলছি, চোখ খুলুন।

নিজ দেশেই এ ধরনের অনাচার , পাকিপনার বিরুদ্ধে জেগে উঠুন । সত্যকে প্রপাগান্ডা বলে উড়িয়ে দেওয়ার আগে আরেকবার ভেবে দেখুন । আদিবাসীরাও এদেশেরই সন্তান। দয়া করে তাদের নিশ্চিহ্ন হতে দিবেন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।