আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানি-ভারতীয়রা আমাদের খুব ভালোবাসে?

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

আমাদের কিছু সাংবাদিক ভাই আছেন, কিছু বুদ্ধিজীবি আছেন, যাদের কাছে পাকিস্তানি এবং ভারতীদের অনেক কিছুই ভাল লাগে। যেমন পাকিস্তানের হামিদ মীর নামের এক সাংবাদিক আছেন, যিনি বাংলাদেশের পক্ষে মাঝে-সাঝে লিখে থাকেন, কথা বলে থাকেন। দুই-একজন মানবাধিকার কর্মী আছেন পাকিস্তানে, তারাও মাঝে মধ্যে বাংলাদেশ নিয়ে, বিশেষ করে একাত্তর নিয়ে কথা বলে থাকেন। ভারতের কিছু লোকজন আছেন তারা মাঝে মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটু আধটু কথা বলে থাকেন।

এই সঅব লোকেদের কথা শোনা মাত্রই আমাদের ঐ সব সাংবাদিক আর বুদ্ধিজীবিরা জপ-তপ শুরু করে দেন এই বলে যে, ভারত আর পাকিস্তানে এখন হাওয়া বদল হতে শুরু করলো বলে ... তারা বাংলাদেশকে খুব ভালোবাসে! আসলেই কি তাই? প্রথমেই স্বীকার করে নেই যে ভাল-মন্দ সব জায়গাতেই আছে। বিদেশে আসলে এইটা ভালো বোঝা যায়। কয়েকদিন আগে এক পাকিস্তানির সাথে দেখা। সে প্রথমেই বলে কি, উর্দু বলতে পারো কি? আমি বল্লাম, তুমি বাংলা পারো না? সে বলল, সে মোটেও বাংলা জানে না। আমি বললাম, তোমাদের স্কুলে তো বাংলা শেখানো হত তোমাদের ছাত্রাবস্থায়, শেখো নাই কেন? এর পরে বলে কি, তার জানা মতে উপমহাদেশে উর্দু খুব প্রচলিত একটা ভাষা, তাই সে ভেবেছিল বাংলাদেশিরা উর্দু জানে।

এইটা আমাদের দোষ। আমাদের অনেকেই পাকিস্তানি বা ভারতীয়দের দেখে উর্দু বলার চেষ্টা করি। ভারতীয় বাঙ্গালীদের অবস্থা আরো খারাপ। এক মহিলার সাথে দেখা পথে। তাকে দেখে বাংলায় বললাম, আপনি কি কলকাতা থেকে এসেছেন? উনি বললেন হ্যাঁ।

কিন্তু সেই বলায় এমন একটা ঘৃণা ছিল, এমন একটা উন্নাসিকতা ছিল, এর পরে নিজের বাংলাদেশি পরিচয় দিয়ে কথাবার্তা আর বেশি এগোয় নি। এই হলো বাংলাদেশিদের সমন্ধে আমাদের প্রতিবেশি দেশগুলোর সাধারন নাগরিকদের মূল্যায়ন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।