আজ ২৯ এপ্রিল। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জন্য ইতিহাসের ভয়ালতম দিন। ১৯৯১ সালের এই দিনে ১০ নম্বর মহাবিপদ সংকেত ও ২২০+কি.মি. বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ও প্রলয়ংকরী জলোচ্ছাসে লন্ডভন্ড হয়েছিলো উপকূ্ল। নিহত হয়েছিলো হাজার হাজার মানুষ। ভেসে ভেসে গিয়েছলো হাজার হাজার মানূষ ও গরু ছাগল।
ইতিহাসের এই দিনে অনূষ্ঠিত হচ্ছে বৃটিশ রাজ পরিবারের বিশাল জাঁকজমকপূর্ণ বিয়ে। ২৯ এপ্রিলের এ ভয়াবহ ট্রাজেড়ীর কথা তাদের জানার কথা না। কিন্তু আমরা যারা জানি এবং ভূক্তভোগী তারাও কিন্তু বৃটিশ রাজ পরিবারের অনাহুত গেষ্ট এর মতো তাদের আনন্দ ভাগ করে নিচ্ছি। অথচ প্রয়োজন ছিলো আমার দেশের ২৯ এপ্রিল ট্রাজেড়ীর শিকার লোকজনকে একটু সমবেদনা জানানো। আমরা অন্তত এতটুকু ও পারি না?!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।