যে যায় লংকায়, সে হয় রাবন
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অংশগ্রহন করেছিল এ দেশের সাধারণ মানুষ। অথচ এই 'সাধারণ মানুষগুলো' তাদের অর্জিত স্বাধীন দেশে অত্যন্ত তুচ্ছতাচিছল্যের শিকার। হতদরিদ্র কলেজ ছাত্র লিমনের ওপর একের পর এক যে নিষ্ঠুরতা হচ্ছে, তাতে মনে হচ্ছে, এই স্বাধীন দেশটি কেবল 'উপরওয়ালাদের' জন্য। একজন নাগরিকের ওপর এই নিষ্ঠুরতা চলছে, অথচ কারো যেন কোন মাথা ব্যথা নায়। হায়রে আমার দেশ, আমার দেশের মানুষ। পায়ে গুলি করে এইচএসসি পরীক্ষার্থী লিমনকে পঙ্গু করে দিল র্যাব, এখন পুলিশও লেগেছে তার পেছনে। সন্ত্রাসী হিসেবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাকে। সামান্য ধিক্ জানানোর ভাষাও কি আমরা হারিয়ে ফেলেছি???????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।