আমি পাগলা ! াকহগড়ঋাহ্গপড্বড়গ'ক ািগড়া্নকতগাড়কআকডপ
অনলাইনে আয় করতে কে না চায় ... কিন্তু স্ক্যাম সাইটের হাতে পড়ে অনেকেরই অনলাইনে আয়ের আগ্রহ হারিয়ে যায়। আমি এই সিরিজটা শুরু করছি কারন আমি নিজেও এ ধরনের ফাঁদে বেশ কয়েকবার পা দিয়েছি। এই সিরিজটার প্রতিটি পর্বে আমি ঠিক সেইসব সাইটগুলোর নাম বলবো যারা পে করে সে ব্যাপারে আমি ১০০% নিশ্চিত।
অনলাইনে আয়ের জন্য আপনাকে প্রথমেই অনলাইন ব্যাঙ্ক গুলো চিনতে হবে। অনলাইন ব্যাঙ্কের মধ্য সারা পৃথিবীতে সবচেয়ে পরিচিত হচ্ছে পে-পাল।
কিন্তু দুর্ভাগ্য বসত এরা বাংলাদেশকে সাপোর্ট করে না। অর্থাৎ আপনি এই ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করলেও টাকা দেশে আনতে পারবেন না।
এ জন্য আমি আপনাকে বলব এলার্ট-পে তে রেজিস্ট্রেশন করতে। কারন এটা অনেক সাইটই সাপোর্ট করে এবং টাকা দেশেও নিয়ে আসা যায়।
এলার্ট-পে তে রেজিস্ট্রেশন করতে প্রথমে এখানে ক্লিক করুন।
একাউন্ট হয়ে গেলে আপনি অনলাইনে আয়ের জন্য একধাপ এগিয়ে গেলেন। আশা করি খুব শীঘ্রই অন্য পর্বগুলো দিতে পারব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।