আমাদের কথা খুঁজে নিন

   

♥♥ ধন্যবাদ বাংলা লায়ন ♥♥

*** বোবার চিৎকার ***

গত কয়েকদিন কিউবীর স্পীড দেখে অনেক হা হুতাস করছি, মাগার আজ সকাল থেকে দেখি আমার বাংলা লায়ন ২৫৬ কেবিপিএস লাইন ৫১২কেবিপিএস হইয়া গেছে।আর স্পীড ও ওঠা নামা করে না ,এক দম সলিড বাংলা লায়ন আসলাই রকয । আমি ১০০০ টাকার বেশি খরচ করতে পারব না ইন্টারনেট এর জন্য। আর আমার লাগবে আনলিমিটেড , যা শুধু আই মুহূর্তে ব বাংলা লায়ন ই দিসছে সঙ্গে ৫১২ কেবিপিএস স্পীড আমি তো পুরা উরতাছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।