আমাদের কথা খুঁজে নিন

   

গান ভালোবেসে গান-৬ : মন (ঁ)

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

গানের শিরোনামঃ মন অ্যালবামঃ জুজু (গানটি শুনতে পারেন এখান থেকে ) ব্যান্ডঃ চন্দ্রবিন্দু ....................................... মন হাওয়ায় পেয়েছি তোর নাম মন হাওয়ায় হারিয়ে ফেললাম । । হাওয়া দিল শির শিরানিটা হাওয়া দিল ডানা হাওয়া দিল ছেড়া স্যান্ডল ভুল ঠিকানা । । মন রে হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম হে হে হে ... মন আলেয়া পোড়ালো খালি হাত মন জাগেনা জাগেনা সারা রাত।

। জেগে থাকে ঘুম পাহাড়ের মন কেমন আলো দূরদেশে ফিকে হওয়া রাত ডাক পাঠালো । । মন রে ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম হে হে হে ... আদরের ডাক যদি মুছে এই নাও কিছু ঘুম পাড়ানি গান আলগোছে বোঝনা এটুকু শিলালিপি মন রে ব্যাথার আদরে অবুঝ আঙ্গুল রাখলাম হে হে হে ... মন, বুকের ভিতরে যে নরম মন ছুয়ো না ছুয়ো না এরকম । ।

ছুয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনা পোকা বেপাড়ায় কাঁদবেনা এ মা ছি: ছি: বোকা । । মন রে নাহয় পকেটে খুচরো পাথর রাখলাম হে হে হে ... গান ভালোবেসে গান-৫

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।