আমাদের কথা খুঁজে নিন

   

বুক পকেট সিরিজ

আকাশ ভরা গাঙচিল
বুক পকেট-৫ অনেক ইতিহাসের জন্ম দিয়ে যে সময় স্থির হয়েছিল সেদিন, সেদিনের সে সময়ের যত বিভ্রান্তি, আজ তার কল্লোলিত আত্মপ্রকাশ সৃষ্টিশীলতার নব পল্লবে। বয়ে চলা সময় বয়ে যায় হরেক ঢঙে আর তুমি রয়ে যাও বুক পকেটে। ছবি: ইন্টারনেট থেকে। [নোট: দিয়ে দিলাম আমার কাব্যে আক্রান্ত গদ্য কবিতা 'বুক পকেট-৫' ।আপাতত কয়দিন বুক পকেট সিরিজ লিখব না। গ্রামীণ পটভূমিতে লেখা একটা প্রেমের গল্প তিনটি পর্বে ভাগ করে পোস্ট করব ভাবছি। গল্প কেমন লাগবে জানি না তবে আজকের বুক পকেটে মন্তব্য করতে ভুলবেন না কেউ। এ বুক পকেট বলতে পারেন নিজেকেই ডেডিকেট করলাম। আমার খুব প্রিয় বুক পকেট।]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।