আমাদের কথা খুঁজে নিন

   

J-Lo এবার ICE AGE 4-এ কন্ঠ দেবেন

সুখময় পৃথিবী চাই।

অনেক এনিমেটেড মুভি ফ্যানদের মতই আইস এজ আমার অত্যন্ত প্রিয় একটি সিনেমা। এর প্রতিটি চরিত্র, বিশেষ করে সিড এর চরিত্রটি অনেক বেশী মজাদার। সম্প্রতি জানা গেছে যে সিনেমাটির চতুর্থ সিকু্য়েলটিতে জনপ্রিয় হলিউড অভিনেত্রী,সেনসেশনাল পপ-তারকা, মনমুগ্ধকর ফ্যাশন আইকন এবং People Magazine Most Beautiful Woman 2011: জেনিফার লোপেজ কন্ঠ দেবেন একটি সেবার টুথ টাইগ্রেস "শীরা" চরিত্রের জন্য। এতে ধারণা করা যাচ্ছে যে, এবারের সিকু্য়েলটিতে ডিয়েগো (সেবার-টুথ টাইগার) চরিত্রটি তার পার্টনার খুঁজে পেতে যাচ্ছে। ছবিটি দেখার জন্য আশা করি আমার মত আইস এজ-এর ফ্যানরা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছেন। সূত্র: starpulse.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।