আপনি আমাকে পছন্দ করেন কি করেন না তাতে আমার কিছু যায় আসে না, আপনাকে খুশি করার জন্য আমি এ পৃথিবীতে আসিনি।
সমস্যাটা আমার এক বন্ধুর, সে সবসময় cometbird browser ব্যাবহার করে। আমি মুলত ফায়ারফক্স ব্যাবহার করি। মাঝে মাঝে cometbird browser ব্যাবহার করি। এ ব্রাঊজারটির একটা সুবিধা হল এটা দিয়ে ইউটিউব থেকে সরাসরি ভিডিও নামানো যায়।
এটার আরো কিছু সুবিধার মধ্যে আছে কালার ট্যাব, আর অটো ট্যাব ওপেন ওন গুগল সার্চ। তারা মজিলার সোর্স কোড ব্যাবহার করে। নিচের লিঙ্ক থেকে ব্রাউজারটি ডাউনলোড করে ব্যাবহার করে দেখতে পারেন।
http://www.cometbird.com/
এবার আমি আমার সমস্যার কথা বলি। এই ব্রাউজার দিয়ে সামুর মেইন সাইট ওপেন হয় না।
মোবাইল সাইট ওপেন হয়। আমি প্রথমে ভেবেছিলাম এটা ব্রাউজারের সমস্যা, তাই তাদের ফোরামে লিখেছিলাম এই ব্যাপারটা নিয়ে। কিন্তু তারা জানাল এটা সামুর সাইটের সমস্যা। সামুর সাইট ব্রাউজারটিকে ডিটেক্ট করতে পারে না, তাই এটাকে মনে করে মোবাইল ডিভাইস।
Can't open a regular site with cometbird
Cometbird image:
Firefox image:
আশাকরি সামুর টেকনিকাল দায়িত্বে যারা আছেন তারা ব্যাপারটা দেখবেন।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।