আমাদের কথা খুঁজে নিন

   

সঙ দের এ কোন বিধান গো মাবুদ!

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

গনতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা , জাতীয়তাবাদ + বাঙালিত্ব, বাংলাদেশীত্ব, রাস্ট্র ধর্ম ইসলাম আবার সকল ধর্মের সমঅধীকার। নারী পুরুষ এর সমঅধীকার। কোরান সুন্নার সাথে বিরোধহীন আইন আদালত ও ফতোয়া বান্ধব এক জীবন বিধান। ওরে মারে আরো কত কি! এত পদ এক পাতে রাখলে কেম্নে কি! খাইতে সময় ত কত কি যা মনে আসে তাই খাইলায় মানুষ! চা, কফি, মদ, মধু, দুধ, মাছ গোস্ত, চানাচুর, টোস্ট বিস্কুট। বাইর হওয়া সময় কইলাম এত পদ আর বাইর হইব না। যা বাইর হইব তা সবি গু আর মুত। এক সময়ের কৃষক শ্রমিকের আওয়ামীলীগ কি ডিজিটাল জামানায় এসে বাংলাদেশে শেষমেষ ইসলামী সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে? ইয়ামাবুদ, এই নিদানে সঙ্গে থাইক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।