আমাদের কথা খুঁজে নিন

   

এক মদ্যপায়ী ও একজন আলেমের মধ্যকার কথপোকথন

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি / যাহা আসে আজ কই তাহা মুখে
এক মদ্যপায়ী, এক আলেমকে প্রশ্ন করলঃ আচ্ছা বলুনতো আমি যদি খেজুর খাই তাহলে কি এতে ইসলামে কোন নিষেধ আছে? আলেমঃ না কোন নিষেধ নেই। মদ্যপায়ীঃ এর সাথে যদি কোন ঔষধী বৃক্ষের মূল মিশিয়ে খাই, তাতে কি কোন সমস্যা আছে? আলেমঃ না নেই। মদ্যপায়ীঃ এর সাথে যদি আমি পানি মিশিয়ে খাই তাহলে? আলেমঃ তৃপ্তি সহকারে খাও। মদ্যপায়ীঃ যখন এ সমস্ত জিনিসই জায়েজ এবং হালাল।তাহলে মদকে কেন হারাম বলে? অথচ এর মধ্যে তো ঐ বস্তু সমূহই রয়েছে যাকে খেতে ও পান করতে আপনি নির্দেশ দিলেন।অর্থাৎ খেজুর,পানি আর কিছু ঔষধী বৃক্ষের মূল। আলেমঃ মদ্যপায়ীকে বললেন, যদি তোমার উপর পানি নিক্ষেপ করা হয়, এতে কি তোমার কোন সমস্যা হবে? মদ্যপায়ীঃ না কখনো না, পানি মারলে আর কি সমস্যা হবে! আলেমঃ আচ্ছা ঐ পানির সাথে যদি মাটি গুলিয়ে দেয়া হয়, তাহলে কি তুমি মরে যাবে? মদ্যপায়ীঃ জনাব, কাদার আঘাতে কাউকে কোনদিন মরতে দেখিনি! আলেমঃ যদি মাটি,পানি এক সাথে করে একটা ইট বানিয়ে, তাকে শুকিয়ে যদি তোমার উপর মারি,তাতে কি তোমার কোন সমস্যা হবে? মদ্যপায়ীঃ জনাব, এতে তো আপনি আমাকে হত্যা করে ফেলবেন! আলেমঃ মদের ও একই অবস্থা। এবার তাহলে বুঝেছ কেন মদ ইসলামে হারাম! কৃতজ্ঞতাঃ সুমাইয়া জামান (তার ব্লগ থেকে এটি ধার করা)
 

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।