আমাদের কথা খুঁজে নিন

   

আজ ২৭ এপ্রিল

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা

আজ ২৭ এপ্রিল। বেলা করে ঘুম থেকে উঠেই মনটা খুশী হয়ে গেল। ইউনিভার্সিটির আন্তর্জাতিক ছাত্র বিভাগ থেকে ইমেইল এসেছে। দেশে যাওয়ার জন্য টিকেট খসড়া পাঠিয়েছে। আমিও সাথে সাথে নিশ্চিতকরণ জবাব পাঠিয়ে আনন্দিত হলাম।

সকাল নয়টার পর ঘুম থেকে উঠলে সেদিন আর নাস্তা খাওয়া হয়না। বেলা বারটায় দুপুরের খাবার খেলাম। ইসলাম ও বিচার ব্যবস্থা নিয়ে একটি এসাইনমেন্ট জমে আছে। সেটির কিছু কাজ এগিয়ে নিলাম। বিকাল তিনটায় ক্লাস আছে।

আলজেরিয়ার প্রফেসর নাওয়ার বিন আশ শিলী আমাদেরকে আধুনিক সমস্যা ও ইসলামী দৃষ্টিভঙ্গি বিষয়টি পড়ান। তার ক্লাসের পুরোটা সময় জুড়ে ছাত্রদেরকে মাতিয়ে রাখেন গুরুগম্ভীর কথা ও মারাত্মক প্রশ্নবানে। এমনও হয়, নির্ধারিত বিষয় থেকে অনেক দূরে সরে গিয়ে কাতারের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা টেনে এনে অসঙ্গতিগুলো ধরিয়ে দেন তীক্ষè ভাবে। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে তার দশটি বই বেরিয়েছে। একটি বিষয় আমাকে অবাক করে, তার ক্লাসে উপস্থিত অধিকাংশ ছাত্র কাতারী, তবু তারাও তার কথা ও মতামতকে অনেক ভালোবাসে।

তার খোলামেলা আলোচনা এবং ছাত্রদেরকে মন খুলে কথা বলার জন্য পরিবেশটিকে হালকা করার যে প্রভাব তার রয়েছে, এরকম সবাই হলে অনেক ভালো হতো। বিশ্ববিদ্যালয়ের নানা অসঙ্গতি, বিশ্বজুড়ে সমস্যা ও আলেমদের অকার্যকর ভূমিকায় খুব উদ্বিগ্ন তিনি। বিদ্যা ও জ্ঞানের প্রভাব যে হারে হ্রাস পাচ্ছে, এতে তিনি সমূহ বিপর্যয়ের সম্ভাবনা বারবার তুলে ধরে ছাত্রদেরকে অনুপ্রাণিত করেন লেখাপড়ায় গভীর মনোযোগ দেয়ার জন্য। সময় হয়ে আসছে তার ক্লাসে যাওয়ার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।