আমাদের কথা খুঁজে নিন

   

পরদেশে-পরবাসে

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

মা: কিরে খোকা কেমন আছিস ফোন দিলিনা কাল? কেমন আছিস পরদেশেতে মলিন কেন গাল। খোকা: মাগো আমি অনেক ভালো বিজি ছিলাম তবে যাইনি ভুলে, যাবোওনা রইনা কোথাও ভবে। মা: কেমন করে থাকিস খোকা কি যে খাবার খাস ইচ্ছে হলে প্রিয় জিনিস বল্ কিরে তুই পাস? খোকা: এত্তো বিশাল পরদেশে মা সব লাগে যে পর ইচ্ছে করে সবছেড়ে আজ ফিরি আপন ঘর। কিন্তু যখন চোখে আমার মুখটা বাবার ভাসে বুঝতে পারি ভাই-বোনেরা কত্তো ভালোবাসে। সবার কথা ভেবে তখন ইচ্ছেটাকে মারি দেশের লাগি কাঁদি যখন বাতাসটা হয় ভারি। মা: ওরে পাগল তোকে ছাড়া ঘুম আসেনা চোখে আমার সকল সুখ নিয়ে বাপ থাকিস অনেক সুখে। খোকা: ঠিক বলেছো মাগো আমাকেও কেউ বলেনা ওরে খোকা জাগো; একটু সুখের নাগাল পেলে আসবো ফিরে আবার মুচকি হাসি দেখবো মাগো কষ্ট যাবে বাবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।