আমাদের কথা খুঁজে নিন

   

রক মিউজিকের উপর নির্মিত কিছু মুভি

Up the Irons
The School of Rock (2003) Dewey Finn (Jack Black) একজন উঠতি মিউজিশিয়ান। তার ব্যান্ড থেকে তাকে বের করে দেয়ার পর সে একটি স্কুলের টিচার হিসেবে যোগ দেয়। তারপর Dewey Finn তার ছাত্রদের নিয়ে একটি রক ব্যান্ড গড়ার চেস্টা চালায় আর ঘটতে থাকে সব হাস্যকর ঘটনা। রেটিং: ৪.৫/৫ Detroit Rock City (1999) চারজন স্কুল বন্ধু যারা তাদের প্রিয় ব্যান্ডদল KISS এর একটি কনসার্ট দেখার জন্য Detroit যাবে। কিন্তু কনসার্ট দেখতে যাওয়ার পথে তাদের পরতে হয় নানা বিপদে।

রেটিং: ৪.৫/৫ This Is Spinal Tap (1984) এই ছবিটির কাহিনি গড়ে উঠেছে একটি ব্রিটিশ fictional heavy metal band Spinal Tap এর আমেরিকা ট্যুরকে ঘিরে। রেটিং: ৫/৫ The Doors (1991) দুনিয়া কাঁপানো রক তারকা জিম মরিসন আর তার ব্যান্ডদল The Doors এর উপর নির্মিত এই ছবিটি। রেটিং: ৪/৫ Tenacious D in The Pick of Destiny (2006) আবারো Jack Black(JB ).. এবার তার সাথে আছে তার বন্ধু Kyle Gass (KG)। রেটিং: ৫/৫ আরও কিছু মুভির খোঁজ দিয়ে দিচ্ছি। সবগুলোই দেখার মত ছবি।

সময় পেলে দেখে নিবেন। (আমি ব্লগে নতুন। বাংলা এখনো ঠিকমত লিখতে পারিনা। তাই ইচ্ছে থাকার পরও আর বেশি লিখতে পারছিনা। ) Almost Famous (2000) I'm Not There. (2007) The Runaways (2010) Control (2007) Airheads (1994) Rock Star (2001) Footloose (1984) 24 Hour Party People (2002) The Boat That Rocked(2009) Taking Woodstock (2009) SLC Punk! (1998) Sid and Nancy (1986) Killing Bono (2011) When You're Strange (2009) Nowhere Boy (2009)
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।