তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা
২৫ শে এপ্রিল সোমবার।
সারাদিন বসে বসে কেটে গেল। বিকালে ক্লাস ছিল।
ক্ষুদে গানরাজের ভিডিওগুলো দেখলাম। এ বছর বেশ কজন অসম্ভব শিশু গানরাজ এসেছে।
সিলেট বিভাগের নোবেল চৌধুরী, খাগড়াছগির পায়েল, মুন্না আর নীলার মতো ছোটদের গান অনেক অনেক ভালো লেগেছে। ঢাকা বিভাগের আল মামুন আর আকাশ এর গান মনকে দোলা দিয়ে যায়। বিচারকরাও অভিভূত।
এ প্রতিভাগুলো যেন দেশ ও জাতির সত্যিকার কল্যাণে কাজে আসে, বাংলাদেশকে মানুষ নতুন ভাবে চিনে নেয় ওদের দ্বারা, আমার আশা এটুকুই।
হাজ্জাজ বিন ইউসুফের উপন্যাস আমাকে আবিষ্ট করে রেখেছে।
এটির অনুবাদ করার জন্য মনের ভেতর ইচ্ছে উঁকি দিচ্ছে, আবার ধৈর্য আর সময়ের কথা ভেবে সেটিকে তাড়িয়ে দিচ্ছি। দেখা যাক, কী হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।