আমাদের কথা খুঁজে নিন

   

চুল থেকে হীরা হয় হায় হায় তাইলে জীবনে কত টাকা লস করলাম চুল কাটিয়ে

লিখতে ভালোবাসি যাস্ট

দেশের চুল বিদেশের মাটিতে নিয়ে বানানো হচ্ছে মূল্যবান হীরা। আর হীরা শিল্পে চুলের যোগানের একটি অংশ যাচ্ছে বাংলাদেশ থেকেই। ঝিনাইদহ শহরে গড়ে উঠেছে চুলের বিশাল বাজার । বিদেশি ক্রেতারা ক্রয় অফিস খুলে এখান থেকে চুল কিনে বিদেশে রপ্তানি করছেন। জানা যায়, ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে চুল থেকে হীরা তৈরি করা সম্ভব।

সূক্ষ্ম মাইক্রোস্কোপ ব্যবহার করে চুল থেকে কার্বন কণা বের করা হয়। মেশিনের সাহায্যে কার্বন কণায় অতি উচ্চ চাপ ও তাপ সৃষ্টি করা হয়। এরপর ঘটানো হয় রাসায়নিক বিক্রিয়া। এরপর চুল থেকে সংগৃহীত কার্বন পরিণত হয় হীরায়। এ পদ্ধতিতে হীরা তৈরির অনেক কোম্পানি গড়ে উঠেছে পশ্চিমা বিশ্বে ।

বিদেশি ক্রেতারা জানান, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ চুল সংগ্রহ করা সম্ভব। মেয়েদের এত লম্বা চুল উপমহাদেশ ছাড়া সাধারণত দেখা যায় না। খুচরা ব্যবসায়ীরা ঝিনাইদহ এবং ঢাকার উত্তরা, বারিধারা সহ বিভিন্ন ক্রয় কেন্দ্রে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা কেজি দরে বিক্রি করে থাকে। চুল কেনার জন্য ঝিনাইদহ শহরের স্বর্ণপট্টিতে মিম ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ঝিনাইদহ ছাড়াও তাদের ঢাকাতে ক্রয় কেন্দ্র রয়েছে।

প্রতি মাসে তারা ১ হাজার কেজি চুল বিদেশে রপ্তানি করে থাকে। চুলের ক্রেতা চীন থেকে আসা মি. ওয়াং বলেন, “বাংলাদেশের মেয়েরা মাথার চুল আঁচড়িয়ে ফেলে দিত। তারা গবেষণা করে দেখে এই চুল কি কাজে আসতে পারে। তারা খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে প্রক্রিয়াজাত করা চুল ক্রয়করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে। এ চুল দিয়ে হলিউডসহ বিভিন্ন দেশে অভিনয় কাজে ব্যবহৃত হচ্ছে।

বাংলাদেশ থেকে প্রতি মাসে ১ হাজার কেজি চুল আমদানী হয়ে থাকে। ” সুত্র :: অলশেয়ার নিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।