আজকাল খুব মনে পরে,শুধু যে মনে পরে তা না ননস্টপ মনে পরতেই থাকে ।থামানোর হাত নাই ,আর তোর পাঠানো একটা চিঠি আর ভুল বানান ঠাসা অনুভূতি গুলো , কেমন যে লাগে । ওই দিন ঝড়ের মাঝে কি দরকার ছিলো দেখা হবার ,কত কি উড়লো ,ভেঙ্গে পরলো ,নৌকার দল ডুবল ,আর তোর হাসি।তুই জানিস এখন সেই হাসি টা অন্ধকারে আমাকে ভয় দেখায় । খুব সুন্দর করে না না বলছিলাম ,কি লাভ হলো ,তুই চলে গেলি সেই তখন থেকে এখন শুধুই অস্হিরতা । লিখতে চেষ্টা করলাম ,লিখলামও আসল কথা টা বাদে ।ধ্যাত হলই যদি তো আমার সাথেই কেন হলো।
সপ্তাহে একটা ফোন আসে ,শুধু ২ মিনিট ৪৫ সেকেন্ডের, কখন আসবে আসবে করি ,আসলে কি কর?কেমন আছ? কথার চেয়ে কত যুগ জানি দু পাশেই নিরবতা থাকে ।না আমি না তুই কেউ পারিনা নিরবতা ভাঙ্গতে । এহ আমি আর নাই অপেক্ষায়
এই দু দিনেও আসলো না ফোন , অপেক্ষা তো আমি করবো না ,আমার কাজ না এটা ,তবু ও ভাবি একবার ফোন টা করলে তোর কি আসতো যাইতো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।