ব্লগ লেখা-পড়া মজা ভারী .....অনেক লেখাই দরকারী
ব্যাপার টা অনেকেই খেয়াল কইরা মনে হয় আমলে নেন নাই। কারণ আমলে নেয়ার মত গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার না এটা যদিও
ওইদিন মানে আজকে থেকে ৫-৬ দিন আগে বসে বসে ইউ টিউব এ বিশ্বকাপ এর খেলার হাইলাইটস দেখতেছিলাম। তখন ই ব্যাপারটা নজরে আসলো।
ইউটিউব এ যখন ভিডিও লোড হইতেছে তখন হঠাত কইরা কিবোর্ড এর ডাউন এরো তে চিপি খাইলে দেখি যে ইউ টিউব এর মাঝখানে যে লোডিং এর সময় কতগুলা বৃত্ত ঘুরপাক খায় অইগুলা হঠাত কইরা এক পাশে দৌড় দিলো
আমি তো পুরাই টাস্কি। ভাবলাম আমার ব্রাউজার এর মাথা গেছে নইলে ইউ টিউব এর টা গেছে।
আবার লোড দিলাম ভিডিও মানে রিফ্রেস মারলাম আর কি। কিন্তু দেখি কাহিনী আবার একি। এইবার ভালো কইরা খেয়াল করলাম যে সবগুলা বৃত্ত দৌড়ায় আর একটা ডট ব্লঙ্ক করে স্ক্রিন এ। প্রথমে কিছুক্ষণ না বুঝলেও একটু পরেই আচমকা মাথায় আইলো নোকিয়া এর সেই বিখ্যাত snake খেলাটার কথা । ওইটার সবগুলো স্টেজ একসময় পাড় করছিলাম কিন্তুক সেইটা ন্যাদা কালের কথা (মানে যখন কলেজ এ পড়তাম আর কি)।
এখন আসি আসল কথায়। যারা রেগুলার নেট গুতায় তারা নিশ্চয় "ইস্টার এগ" (easter egg) এর লগে পরিচিত আছে। "ইস্টার এগ" হইতেছে বিভিন্ন সফটওয়্যার এবং ওয়েব সাইট এর লুকানো মজার মজার চমক (সবসময় যে সব মজার হয় এমন কোনো কথা অবশ্য নাই। ) যাইউকগা কি কইতে শুরু কইরা কি হাবিজাবি কই?
আপনার ব্রাউজার যদি লেটেস্ট হয় আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে ঘুরে আসেন ইউ টিউব থেইকা। ইউ টিউব এ গিয়ে যে কোনো একটা ভিডিও তে ক্লিকান।
(সাইজ এ মাঝারী হইলে ভালো হয় ভিডিওটা)। যখন ভিডিও একটু লোড হইয়া প্লে হওয়া শুরু হবে তখন পজ (pause) বাটন চাপ দিয়া আপ্নের কিবোর্ড এর লেফট বা রাইট বা ডাউন এরো (arrow) চাপ দিয়া দেখেন আপনের সাপ দৌড় পাড়ে কিনা
নোকিয়া এর গেইম এর মতো এইটারো সাপটা চারদিকের দেয়াল এ ঢুঁশ খাইলে মারা যাইবো। আর এইটাতে পাওয়ার আপ পাই নাই কোনো এখনো।
এতক্ষণে নিশ্চয় আপনে ফোঁসফাঁস কইরা শ্বাস নিতেছেন আর আমারে কইষা গাইল্লাইতেছেন!!!
ভাইরে আমগো দেশের নেট স্পীড এতই স্লো যে সকালের নাস্তার সময় ইউ টিউব এ ভিডিও লোড হতে হতে দুপুর এর খাবার এর সময় হয়ে যায়। (এমনেই একটা উদাহরণ দিলাম আর কি)।
এই লম্বা সময় পিসি এর সামনে না ঝিমায়ে কিঞ্চিত খেলা-ধুলা করলে মন্দ কি বলেন?
যাদের সময় নষ্ট করলাম তাদের কাছে সরি আর যারা মজা পাইছেন তাদের সাথে গান ধরি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।