সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!
######
হাড়জিরজিরে শরীরটা
শ্বাস টানে হাঁপরের মত বহুকষ্টে।
সামনে আগুন ফুলের পাপড়ী।
গনগনে লোহা লজ্জায় লাল হয়ে গেছে।
ফুলওয়ালী মেয়েটির ত্বারস্বরে চিৎকার-
বাতাসে আওয়াজ ভাসে,
'' ফুল গুলোকে কেউ চিতায় উঠিয়ে দাও। ''
#######
জলের উপর যে ফুল ভাসে
জল কি তারে ভালবাসে!
সোনার রঙে ধুয়ে সে রূপ
মৃত রূপের গন্ধ আসে।
#######
তুমি আমার অনুভূতিগুলোকে গনিমতের মাল ভেবে
পাবলিশড করতে চেয়েছিলে।
তোমার প্রকাশ আমাকে উদ্বুদ্ধ করেছে।
তবে গোপনীয়তা আড়ালে রেখেছে তোমাকে।
এখন আমি বখে যাওয়া তোমার মত ভাবতে শিখেছি,
চলতি পথ ও থেমে যায়
তোমাকে রাস্তা করে দিতে।
যেমনটা আমি দিয়েছিলাম।
করুনাও বোঝোনি!!
#######
তোমাকে খুঁজবোনা ভেবেছি বহুবার,
বহুবার ভেবেছি মাতাল আলোয় হারিয়ে যাক নিঃশ্বাস।
রোদের তাপে পুড়ে যায় মেঘ,
তবু ছায়া হয়ে থাকো-
চাইবোনা ভেবেছিলাম।
সব কিছু কি চাইতে হয় ছেলে?
কিছু তো এমনিই ঘটে
স্বৈরাচারী নিয়তির মত।
তাই তুমি চাঁদ এনে দেবে বলে
আজ আর তারা খুঁজিনা।
########
অনেক কেঁদেছি আমি।
নতুন করে আমাকে আরেকবার কাঁদাও তবু।
প্রতিটি শব্দ যদি ভালবেসে বল,
তবে কেন বোঝনা ভালবাসি!
প্রতিটি বিদায় মানে যখন একটুখানি মৃত্যু--
তবে কেন বল,
'' ছোট্ট সবুজ ঘাসফড়িং আমার ভাল থাকো!''
মৃত্যুর মাঝে ভাল কে কবে থেকেছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।