আমাদের কথা খুঁজে নিন

   

দেশ ও জাতির স্বার্থে ফেসবুকে নারীদের সাথে চ্যাট করা থেকে বিরত থাকেন। আপনি বিরাট প্রতিভা। এই প্রতিভা পানিতে ফালাইয়েন না। দূরে থাকেন , দুরে থাকেন। ( একটি ব্যাপক গবেষণাধর্মী , যুব সমাজ রক্ষাকারী, সচেতনতামূলক, সমাজসেবামূলক পোস্ট )

https://www.facebook.com/hossainabhi

ফেসবুক মারাত্মক খতরনাক একটা সাইট। চেষ্টা করবেন যাতে এর থেকে মিনিমাম দেড়-দু হাত দুরে থাকা যায়। কিন্তু অনেকের পক্ষেই তা সম্ভব হয়ে উঠে না, বা তারা দুরে থাকতে চান না। কোন ফ্রেন্ডের বার্থডে, কাউকে স্পেশাল উইশ করার থাকলে বা পুরানো দোস্তদের সাথে হাই-হ্যাল করতে চাইলে ফেসবুক ছাড়া গতি নাই (মোবাইলে টাকা বেশি থাকলে আলাদা কথা) । যাই হোক এসব কারনে আমরা ফেসবুকে ঢুকি এবং কিছুক্ষন পরই ফ্রেন্ডস ইউ মে নো অথবা নিজের লিস্টে থাকা ফ্রেন্ডের , ফ্রেন্ড লিস্ট বিচরানো শুরু করি।

কেন? যদি লাইগা যায় মেন্টালিটির কারনে। কি ছুন্দর ছুন্দর মাইয়া। রিকোয়েস্ট তো পাঠাই ই, সাথে মধুর মধুর মেসেজ ( এই কারনেই সুন্দরবনে মধুর পরিমান আশংকাজনক হারে কমছে)। তো যাই হোক , এই সুন্দরিদের সাথে চ্যাট করতে করতে ২৪ ঘন্টা সময়ের বিশাল একটা অংশ আমরা পানিতে ফালাই। এই সময়টা যদি আমরা লেখাপড়া করে কাটাতাম তাহলে মা বাবা কত খুশি হত, টিচাররা খুশি হত, দেশ জাতির কল্যান সাধন হত।

এত সব ভাল কাজ করতে হলে মেয়েদের সাথে চ্যাটিং বন্ধ করতে হবে। আর চ্যাটিং বন্ধ করতে হলে প্রথমে আপনার ফ্রেন্ড লিস্টে মেয়ে থাকতে হবে। কারন মেয়ে না থাকলে চ্যাট করবেন কার সাথে, আর চ্যাট শুরু না করলে বন্ধ করার প্রশ্নই আসে না। তাই আসেন শেখা যাক ফ্রেন্ডলিস্টে চ্যাট করার মত কিছু সুন্দর মেয়ে কিভাবে পাওয়া যায়। পোকিং : গুতাগুতি করতে আমরা সবাই ভালবাসি।

ফেসবুকের মত ফাউল সাইটের মালিক অ এইটা পছন্দ করবে স্বাভাবিক । তাই পোকিং ফেসবুকে আসে। নিজের পছন্দ মত একটা মেয়ে বেছে নিন। তারপর শুরু করুন। তবে বেশি গুতাইলে সমস্যা।

দুই-তিন দিন পর একটা করে হাল্কা গুতা দিন। আস্তে আস্তে সময়ের ব্যবধান কমাতে থাকুন। দেখেন কোন রেস্পন্স পান কি না! পেলে তো ভাল, না পেলে আরও ভাল। আসেন নেক্সট স্টেপে যাই। ফ্রেন্ড সিলেকশনঃ এটা আসলে নেক্সট স্টেপ না।

এটা পোকিং এর আগের স্টেপ। বিশেষ গুরুত্বপূর্ণ । চেষ্টা করবেন ফেক প্রোফাইল থেকে দুরে থাকতে। (এখানে আমার একটা তরিকা আছে ফেক-রিয়েল বুঝার। মেয়েটার প্রোফাইল পিকে দেখেন তার একাধিক ছবি আছে কি না? Its meeee, my cute buddies , অথবা I with friends নামক আজাইরা এলবামে তার একাধিক ছবি আছে কি না যেখানে তার এক ছবির চেহারার সাথে অন্য ছবির চেহারা মিলে।

মিল্লে তো ছক্কা ) । হুম, তো বুঝার পর দেখেন ডিটেলস ইনফো। আপনার কাছাকাছি এলাকার বা ভারসিটি-কলেজের হলে ভাল হয়। ফ্রেন্ড রিকোয়েস্টঃ Add as friend এই লাইন্টা পুলাপানের খুব প্রিয়। দেখলেই ধাম।

ভাই প্লিজ একাজটা কইরেন না। রিকোস্টের সাথে কিছু লিখে পাঠান। যে কোন কিছু। যাকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন তার সম্পর্কে আপনার অনুভূতি, তাকে কি হিসেবে পেতে চান এই সব কাবজাব লেখেন। চ্যাটঃ এইবার খেলা শুরু।

কখনো কোন মেয়ের ID দিয়ে ফেসবুকে অনলাইন হলে দেখবেন , পুডুং পুডুং আওয়াজ। টিকা যাবে না। আর কি লেখাআআ? HI । ভাই প্লিজ এই আবালের মত হাই দিয়েন না। বেশিরভাগ সময়েই মেয়েরা এই হাই জিনিস্টা avoid করে।

চ্যাট শুরু করতে পারেন তার স্ট্যাটাস সম্পর্কে জানতে চেয়ে, সেটার মানে কি, তার এমন ধারনা কিভাবে হল এসব। ব্যাতিক্রমধর্মী লেখা চ্যাটে দেখলে মেয়েরা অবশ্যই ইন্টারেস্টেড হবে। এর পর জীবনআনন্দের কবিতা বা হিন্দি সিরিয়ালের গেজানি যা ইচ্ছা লেখেন। কে নিষেধ করসে? আবার পোকিং: মাঝে মাঝে । যাতে সে বুঝতে পারে আপনি তার কথা মনে রেখেছেন।

অনেক এপ্লিকেশন আছে ফেসবুকে। hug, kiss , send smiles , gift আরও বহুতরকম হাবিজাবি । এসব পাঠান। তার ওয়ালে কমেন্ট করেন, মেসেজ পাঠান, ছবিতে কমেন্ট করেন। তবে আবালের মত না।

সুন্দর, ব্যতিক্রম কিছু যা এর আগে সে পায়নি। এইভাবে চালায় যান। ভুলেও ,আমি আবার বলছি ভুলেও মোবাইল নাম্বার খুজবেন না। গায়ে পড়ে নিজেরটাও দিবেন না। দিলে সব শেষ।

এতক্ষন যা গেজাইলাম সব বৃথা যাবে। অপেক্ষা করেন সে সময়টার যখন মেয়েটা আপনার নাম্বার খুজবে। নাম্বার আদান প্রদানের পরের কাজ আপনার। আমি আর কিছু জানি না। শিরোনামের সাথে লেখার কোন মিল পান নাই? ধুর মিয়া।

এতক্ষন যা যা বলসি তা তা করবেন না। তাইলেই হবে। আপনার লিস্টে কোন মেয়ে থাকবে না। আপনি লেখাপড়া করে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবেন, দেশ জাতি তথা সমগ্র বিশ্বের সেবায় আত্মনিয়োগ করতে পারবেন। নেহাতই কাউকে রিকোয়েস্ট দিতে ইচ্ছা করলে সাথে আপনার মোবাইল নাম্বার, বাড়ির ঠিকানা, নানা-দাদার নাম, আপনি জমিদার বংশের পোলা, তার ছবি দেখে আপনি ব্যাপক মুগ্ধ এসব মেসেজে পাঠান।

রিকোয়েস্টও পাঠানো হবে আবার এক্সেপ্টও করবে না। দুই দিকই থাকল। ( আসলে আমি ভাল লিখতে পারি না। ব্লগে সবাই কত জোস জোস পোস্ট দেয়। এসব দেখে আমার ও মাঝে মাঝে লিখতে ইচ্ছা করে।

পারি না। সবাইকে দিয়ে সব কাজ হয় না কি? ফেসবুকের অনেক বড় বড় গুরু এই ব্লগে বিচড়ন করেন। আমি তাদেরকে এডভাইস দেয়ার মত ধৃষ্টতা করি না। আমি যা লেখলাম সব ই অন্যের লেখা। wikihow, how to flirt , rules of facebook এসব সাইট থেকে কপি পেস্ট।

তাই কারো কোন উপদেশ দেয়ার থাকলে অনুগ্রহ করে তাদের সাইটে গিয়ে দিবেন। সবার উপকার হবে। )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।