আমাদের কথা খুঁজে নিন

   

৫ ই মে ২০১৩ ইং শাপলা চত্বর ও বিরোধী দলের ভ্রান্ত রাজণীতি

২৬ শে ফেব্রুয়ারী এবং ৬ ই এপ্রিল ২০১৩ ইং তারিখে দুটো লেখা লিখেছিলাম তার-ই প্রতিফলন দেখলাম ৫ ই মে ২০১৩ ইং শাপলা চত্বরে। নতুন করে আর ও অনেক কিছু বলার আছে তার মধ্যে একটি হচ্ছে প্রধান বিরোধী দল বি.এন.পি- এর রাজনীতি। ক্ষমতায় যাওয়ার জন্য কিছু ক্ষমতা, অর্থ লিপ্সু রাজনীতিবিদদের নির্লজ্জ কলাকেৌশল। আমার একটা বিষয় ভীষন অবাক লাগে, তারা কি চোখের সামনে জ্বলন্ত উদাহরন পাকিস্তান কে ও দেখে না । তাদের মধ্যে কি জ্ঞান-বুদ্ধি-বিবেকবান-বিচক্ষণ লোকজন কেউ নেই যিনি একটু পড়াশুনা করেন বা ভবিষ্যত সম্পর্কে একটু ধারনা করতে পারেন যে এভাবে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করলে তার পরিনতি হবে ভয়াবহ যার থেকে রেহাই পাবে না কেউ।

এভাবে একটা নিরীহ গ্রুপকে ভূল রাজনীতি শিখিয়ে, তাদেরকে চরমপন্থী করে বি.এন.পি তো আরও সংকুচিত হয়ে যাবে। এখন যেমন দলটি অনেকটা জামায়াত নির্ভর তখন হবে জামায়াত, হেফাজত, জঙ্গীবাদ নির্ভর। প্রতিদিন ঘটবে পাকিস্তান এর মতো হত্যাযজ্ঞ । শুরু হবে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা যার নিয়ন্ত্রণ করতে পারবে না কোন সরকার। বিচার বিভাগ, শাসন বিভাগ, সংসদ, সেনাবাহিনী হবে সমন্বয়হীন।

তাই এই সব ভ্রান্ত রাজনীতি পরিহার করে সব রাজণৈতিক দলকেই জনমুখী হতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।