আমাদের কথা খুঁজে নিন

   

আজ ২৪ এপ্রিল, রবিবার।

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা

আজ ২৪ এপ্রিল, রবিবার। সকালে দুটি ক্লাস হয়নি। এই ফাঁকে লাইব্রেরীতে গেলাম। হাজ্জাজ বিন ইউসুফ এর জীবন ও শাসনকাহীনি নিয়ে একটি বই চোখে পড়ল, অনেকদিন ধরে তাকে জানার আগ্রহ ছিল, তাই বইটি নিয়ে নিলাম এবং তখন থেকেই পড়া শুরু করলাম। কয়েকদিন ধরে কাতারী দৈনিক পড়া হচ্ছেনা।

আজ আবহাওয়া ৩৫ ডিগ্রী সেলসিয়াস হয়েছে। গরম বাড়ছে তার প্রচন্ডতা নিয়ে। রাতে তাবলীগের জোড়ে যাব। আর দু দিন পর ইজতেমা শুরু। কাতারের ১২ টি হালকায় আলাদা আলাদা ইজতেমা হবে এবার।

ইচ্ছে আছে, অন্তত প্রতি হালকার শেষ দিনের বাদ মাগরিব বয়ানে যেন শরীক থাকতে পারি। দেশে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে আছে। আম্মাকে এবং ভাই বোনদের দেখার জন্য মন চাচ্ছে বারবার। হাতে এখনো তেমন পয়সাকড়ি নেই। কাজেই কিছু কেনা হয়নি।

ব্যবসার জন্য যে মালপত্র পাঠিয়েছি দেশে, তা এখনো পৌঁছেনি। প্রার্থনা করি, তা যেন সহী সাল্মাতে গ্রাহকের হাতে পৌঁেছ এবং লাভ উঠে আসে। এখন গাড়ীতে, নড়াচড়ায় টাইপ করা ডাচ্ছেনা ঠিক মতো। কাজেই উপন্যাসটি পড়তে থাকি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।