আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো স্পোর্টস বিভাগ খেলার খবর না লিখে যদি অন্য খবর লিখতো!

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'

প্রথম আলো ক্রিড়া বিভাগ। তাদের খবরের আলাদা একটা স্টাইল আছে। যেমন ধরুন আশরাফুল আউট হলে তারা খবর শুরু করবে বৃহস্পতি গ্রহের তৃতীয় বায়ুমন্ডলের চতুর্থ উপগ্রহের আবিষ্কর্তার নাম দিয়ে। তারপর আস্তে আস্তে খবর বৃহষ্পতি গ্রহ ঘুরে পৃথিবীতে আসবে। এক পর্যায়ে খবরে আবির্ভুত হবেন আশরাফুল।

যাই হোক, প্রথম আলোর ক্রিড়া বিভাগ যদি খেলার খবর না লিখে অন্য খবর লিখতো তাহলে কেমন হতো সেগুলো? তাই নিয়ে ভাবাভাবি করেছেন আলিম আল রাজি। মূল খবরঃ আমিনীর ছেলে নিখোজ প্রথম আলোর খবরঃ আমিনী তখন পান খাচ্ছিলেন। অন্যান্ন দিনের মতো পান কিছুটা ঝাল ছিলো। ঠোট বেয়ে পানের একটু রস পড়ে যাচ্ছিলো। তিনি সুড়ুৎ করে ঝাল পানের রস শুষে নিলেন।

কিন্তু তিনি কি জানতেন এর চেয়ে বড় ঝাল খবর তার জন্য অপেক্ষা করছে! হ্যা তার জন্য আরো বড় ঝাল খবর অপেক্ষা করছিলো। খবরটি হলো- “আমার সোনার বুলবুলিটা হারিয়ে গেলো শেষে!” অর্থাৎ আমিনীর প্রানের ধন, তার বুলবুলি, তার ছেলে হারিয়ে গেছে। আজ সন্ধায়… মূল খবরঃ রাষ্ট্রিয় সফরে ভারত যাচ্ছেন শেখ হাসিনা প্রথম আলো খবরঃ দেশ কালের গন্ডি তো অনেক আগেই আমরা হারিয়েছি! হারিয়েছে পৃথিবী নামক গ্রহটি। কে জানে! জাতির জনক এই স্বপ্নটি কোনকালে দেখেছিলেন কিনা! যদি দেখতেন তাহলে মহাকাল হয়তো আরেকটি স্বপ্নের সাক্ষী হতো। যাই হোক, প্রিয় পাঠক, মন মোহন শেষবার যখন শেখ হাসিনাকে আমন্ত্রন জানালেন তখন খালেদা জিয়ার ক্যান্টনম্যান্টের বাড়ির বাতি না জ্বললেও শেখ হাসিনার চোখ ধক করে জ্বলে উঠেছিলো।

সে ধক করে জ্বলে ওঠা পর্বের শেষ অংশটি শুরু হচ্ছে কাল। শেখ হাসিনা এক রাষ্ট্রিয় সফরে কাল ভারত যাচ্ছেন। মূল খবরঃ বসুন্ধরা গ্রুপের চ্যারম্যান শাহ আলম গ্রেফতার প্রথম আলোর খবরঃ আইনস্টাইন বলেছিলেন, “প্রকৃতির নিয়ম ভাঙ্গার ক্ষমতা ইশ্বরেরও নেই”। আইনস্টাইনের কথা আবারও সত্য প্রমানিত হলো! প্রকৃতির অমোঘ নিয়মটাই এমন - চোরের দশদিন মালিকের একদিন। আজ সেই “মালিকের দিন”।

চোর শাহ আলম ধরা খেয়েছেন। তিনি এখন চৌদ্দশিকের ভিতরে। মূল খবরঃ হরতালের ডাক দিয়েছেন বেগম খালেদা জিয়া প্রথম আলোর খবরঃ উনি জনসভায় বক্তৃতা দিচ্ছেন ইনি তখন ভ্রুর যত্ন নিচ্ছেন। উনি তখন পত্রিকায় বিবৃতি দিচ্ছেন ইনি তখন চুলের আগা ফোলাচ্ছেন উনি তখন বয়ান দিচ্ছেন ইনি তখন শাড়িতে কুচি দিচ্ছেন প্রিয় পাঠক, এখানে উনি হলেন সাহারা খাতুন, ইনি হলেন বেগম খালেদা জিয়া। কাল দেশবাসি এই উনি আর ইনির আরেকটি যুদ্ধ দেখতে যাচ্ছে।

হ্যা, কাল হরতাল। বি এন পি চ্যায়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন... মূল খবরঃ লিবিয়ায় মার্কিন হামলা প্রথম আলোর খবরঃ দক্ষিন পূর্ব আকাশে ছিলো একটি শুক তারা। শুকতারার উত্তর পশ্চিমে ছিলো একটা সন্ধ্যা তারা। সন্ধ্যা তারার কি মন বলে কিছু আছে? আচ্ছা! মন বলে কিছু থাকলে সে আজ কি ভাবতো? জগতে তো ভাবনার জিনিষের অভাব নাই। অনেক কিছু নিয়েই সে ভাবতে পারতো কিন্তু সে কি ভাবতে পারতো যে আজ ন্যাটো বাহীনি লিবিয়ায় হামলা চালিয়েছে? মূল খবরঃ সুরুজ আলীর খামারে আলুর বাম্পার ফলন।

প্রথম আলো খবরঃ আলু নামের মহীমাই আলাদা। আপনারা দেখুন প্রিয় পাঠক! আইনস্টাইন আলু নিয়ে গবেষনা করেছেন। দেখিয়েছেন ই ইজ ইকুয়েল টু এম সি স্কয়ার। অর্থাৎ তিনি সফল। মতিউর রহমান আলু নাম দিয়ে পত্রিকা বের করলেন।

তিনি সফল। পত্রিকা হলো দেশের সেরা পত্রিকা। ঠিক তেমন ভাবে দেখুন, সুরুজ আলী আলুর চাষ করলেন। হয়ে গেলো বাম্পার ফলন। অর্থাৎ আলু ইজ আলু।

দ্যা ইউনিক আলু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।